রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কালশি ফ্লাইওভারে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মুন্সীগঞ্জে ফলের বাক্সের ভেতরে যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ শরীয়তপুরের জাজিরায় ব্যাপক সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটনা ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল বরগুনায় মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেপ্তার চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

দুই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মানুষ

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৭.৪৮ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি যেতে শুরু করেছে মানুষ। কয়েক দিন আগে থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।

পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত দুই দিনে ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।

এছাড়াও রোববার (৩০ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এ ছাড়া শিশুসহ এমন অনেকেই ঢাকা ছেড়েছে যারা কোনও মোবাইল সিম ব্যবহার করে না। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।

অন্যদিকে ঢাকায় প্রবেশ করাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী দুই লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের দুই লাখ ১২ হাজার ৬০৪, টেলিটকের ৬৮ হাজার ৩৪৪টি।

প্রেস সচিবের দেয়া তথ্যমতে, শনিবার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।

শনিবার ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ৯ লাখ ১৮ হাজার ৯২১ জন, রবির ৫ লাখ ৬ হাজার ৪৮৯, বাংলালিংকের ৬ লাখ ৭৮ হাজার ২২০, টেলিটকের ৯১ হাজার ৪৫৪ জন।

ঢাকায় ফেরাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ১ লাখ ৯৩ হাজার ২৮৪ জন, রবির ১ লাখ ১৮ হাজার ৪৭৫, বাংলালিংকের দুই লাখ ১০ হাজার ৩৮৭ এবং টেলিটকের ৬৫ হাজার ৮৮৫ জন।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ হিসাবে সিম ব্যবহারকারী (সাবস্ক্রাইবার)। অনেকে একাধিক সিমও ব্যবহার করতে পারেন। তাছাড়া সিম ব্যবহার করেন না, এমনও অনেকে ঈদের ছুটিতে যাচ্ছেন।

এ বছর ২৯টি রোজা হলে বাংলাদেশে ঈদ হবে সোমবার (৩১ মার্চ)। আর ৩০টি পূর্ণ হলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)। অর্থাৎ, ঈদের মাত্র এক অথবা দুদিন বাকি। যদি সোমবার ঈদ হয়, তাহলে আজই হবে শেষ ঈদযাত্রা। আর মঙ্গলবার ঈদ হলে আরও একদিন ঈদযাত্রার সুযোগ পাবেন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com