পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি যেতে শুরু করেছে মানুষ। কয়েক দিন আগে থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।
পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত দুই দিনে ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।
এছাড়াও রোববার (৩০ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এ ছাড়া শিশুসহ এমন অনেকেই ঢাকা ছেড়েছে যারা কোনও মোবাইল সিম ব্যবহার করে না। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।
ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।
অন্যদিকে ঢাকায় প্রবেশ করাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী দুই লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের দুই লাখ ১২ হাজার ৬০৪, টেলিটকের ৬৮ হাজার ৩৪৪টি।
প্রেস সচিবের দেয়া তথ্যমতে, শনিবার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।
শনিবার ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ৯ লাখ ১৮ হাজার ৯২১ জন, রবির ৫ লাখ ৬ হাজার ৪৮৯, বাংলালিংকের ৬ লাখ ৭৮ হাজার ২২০, টেলিটকের ৯১ হাজার ৪৫৪ জন।
ঢাকায় ফেরাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ১ লাখ ৯৩ হাজার ২৮৪ জন, রবির ১ লাখ ১৮ হাজার ৪৭৫, বাংলালিংকের দুই লাখ ১০ হাজার ৩৮৭ এবং টেলিটকের ৬৫ হাজার ৮৮৫ জন।
মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ হিসাবে সিম ব্যবহারকারী (সাবস্ক্রাইবার)। অনেকে একাধিক সিমও ব্যবহার করতে পারেন। তাছাড়া সিম ব্যবহার করেন না, এমনও অনেকে ঈদের ছুটিতে যাচ্ছেন।
এ বছর ২৯টি রোজা হলে বাংলাদেশে ঈদ হবে সোমবার (৩১ মার্চ)। আর ৩০টি পূর্ণ হলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)। অর্থাৎ, ঈদের মাত্র এক অথবা দুদিন বাকি। যদি সোমবার ঈদ হয়, তাহলে আজই হবে শেষ ঈদযাত্রা। আর মঙ্গলবার ঈদ হলে আরও একদিন ঈদযাত্রার সুযোগ পাবেন মানুষ।
Leave a Reply