মুন্সীগঞ্জে ফলের বাক্সের ভেতরে যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার দেহাংশের মধ্যে মাথা ও দুটি উরু রয়েছে। এগুলো পলিথিনের মধ্যে স্কচটেপ মোড়ানো ছিল। একইভাবে কেরানীগঞ্জেও বাক্সের ভেতরে পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহাংশ পাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা তিনটার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে দেহাংশ উদ্ধার করা হয়। এগুলো পলিথিনে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় ছিল।
মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, স্থানীয়রা পলিথিনে প্যাঁচানো বস্তু দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দারা আসে।
তিনি জানান, রাত আটটার দিকে ঢাকা থেকে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে একটি যুবকের মাথা ও দুটি উরু দেখতে পায়। খণ্ডিত দেহের বাকি অংশ এখানে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ টিম বিষয়টি পর্যবেক্ষণ করেন। তবে কেরানীগঞ্জে অনুরূপ বাক্সের ভেতরে পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহাংশ পাওয়া গেছে। সেই অংশ একই ব্যক্তির কিনা সে বিষয়ে কিছু বলেননি এএসপি।
তিনি জানান, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুম করতে এ কৌশল বেছে নিয়েছে। অপরাধী ধরতে কাজ করা হচ্ছে। খণ্ডিত দেহাংশ অংশগুলো ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
– একাত্তর
Leave a Reply