বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ কাউখালীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা বহিষ্কার চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা অনুষ্ঠিত বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে জ্বালানি তেলের দাম রূপগঞ্জে বেতন বোনাস না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্যবৃদ্ধি করেছে সরকার এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা জামিনে মুক্তির পর আবারও কারাগারে সিরাজগঞ্জ-৩ সাবেক সংসদ সদস্য এমপি আজিজ

চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬.৫০ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

মল্লিক জামালবরগুনা প্রতিনিধিঃ-বরগুনার তালতলীতে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীরে উপর হামলা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ৫ টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার লাউপাড়া বাজারে আটো স্ট্যান্ড এর অটোরিকশা চালকদের কাছে স্থানীয় হৃদয়, ফোরকান, সজীব হাসান দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। এ নিয়ে গত শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় লাউপাড়া বাজারে বসে অটোচালকদের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অটোচালক সুমন ও নাসিরকে মারধর করে। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর ঘড়ামী, সোনাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস ফরাজী, যুবদলের সদস্য রাজিব ফকির বিষয়টি সমাধানের করার চেষ্টা করেন। এসময় পনু মৃধা, রিপন মৃধা, ফোরকান মৃধা ও হৃদয়ের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এতে রাজিব ফকির, ইলিয়াস ফরাজী ও সুজন আকন আহত হয়। পরে সোমবার (৩১ মার্চ) রিপন মৃধার পিতা: আনোয়ার মৃধা বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর ঘড়ামী,মাসুম বিল্লাহ্, সোনাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস ফরাজী, যুবদলের সদস্য রাজিব ফকির, সোনাকাটা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার বাবু, লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেন। এসময় বক্তারা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের হয়রানি বন্ধের দাবি জানান। একই সাথে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর দলের দূর সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছি। এখনো তাদের প্রেতাত্মা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। আমরা এই মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর ঘড়ামী, সোনাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস ফরাজী, সোনাকাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ ও মাসুম বিল্লাহ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com