সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আজাদ- সাধারণ সম্পাদক আরিফ নির্বাচিত আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ান ধাওয়া সুপার কিংস পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলে সহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাaদী দলে হবে না- আসাদুজ্জামান রিপন ঈশ্বরগঞ্জে বারই শরীফে মিলাদ-দোয়া মাহফিল লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা  কাউখালীতে ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী  ২০২৫ উদ্বোধন  ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

তথ্য অধিদপ্তরের সেবা অনলাইনে প্রাপ্তির উদ্যোগ নেয়া হচ্ছে : প্রধান তথ্য অফিসার

  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৭.৩৪ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর জানিয়েছেন, তথ্য অধিদপ্তর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে।

অনলাইন-নির্ভর এই সেবা চালু হলে সেবা গ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে।

আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে তথ্য-প্রযুক্তি-নির্ভর সেবা সহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সেবা সহজীকরণকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, তথ্য অধিদপ্তরের তথ্য-প্রযুক্তি-নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অধিদপ্তরের রিলিজকৃত তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবা গ্রহীতাগণ দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন।

বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়সমূহ কমিয়ে আনা সম্ভব। তিনি তথ্য অধিদপ্তরের তথ্য-প্রযুক্তি-নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী। কর্মশালায় তথ্য অধিদপ্তরের সেবা সহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদপ্তর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com