শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা পিরোজপুরে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা  পিরোজপুরে আ’লীগের সভাপতি আউয়াল ও সহ-সভাপতি সাবেক মেয়র মালেকের বাড়িতে আগুন পিরোজপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বই না পেয়ে স্কুলে কমছে শিক্ষার্থী, অভিভাবকরা হতাশ বাংলাদেশ এখন স্বাধীন ও স্বৈরাচার মুক্ত : ওয়াহিদুজ্জামান ওয়াহিদ  কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত  পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড়

একুশে বইমেলা আজ ৩য় দিনে মেলায় নতুন বই এসেছে ৩২টি

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৫৮ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা ২০২৫ এর আজ ৩য় দিনে মেলায় নতুন বই এসেছে ৩২টি।

এরমধ্যে গল্প-১টি, উপন্যাস-৮টি, প্রবন্ধ-৩টি, কবিতা-১০টি, গবেষণা-১টি, শিশুসাহিত্য-১টি, জীবনী-২টি, বিজ্ঞান-১টি, ভ্রমণ-১টি, ইতিহাস-১টি, রাজনীতি-২টি ও অন্যান্য ১টি।

আজ সোমবার মেলা শুরু হয় বিকেল ৩ টায় এবং চলে রাত ৯ টা পর্যন্ত।

দীপা দত্তের সভাপতিত্বে বইমেলার মূলমঞ্চে ‘হায়দার আকবর খান রনো : আজীবন বিপ্লব-প্রয়াসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাব হাসান। প্রবন্ধ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল্লাহ আল ক্বাফী রতন, জলি তালুকদার এবং অনন্যা লাবণী পুতুল।

প্রাবন্ধিক বলেন, বাংলাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন হায়দার আকবর খান রনো।

এ দেশের বাম রাজনীতিক একই সঙ্গে ছাত্র ও শিক্ষক ছিলেন। তিনি কখনো কট্টরপন্থার অনুসারী ছিলেন না; ভিন্ন মেরুর বামপন্থী নেতাদের একসঙ্গে বসিয়ে আলোচনার পথ খুলে দিতে সচেষ্ট ছিলেন। বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে রনোর ভূমিকা ছিল প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ। রাজনীতির বাইরেও বিচিত্র বিষয়ে তার আগ্রহ ছিল। রনো মার্ক্সবাদী দর্শন ও বিজ্ঞানের জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ ভাষায় পাঠকদের কাছে তুলে ধরেছেন।

আলোচকবৃন্দ বলেন, ছোটোবেলা থেকেই হায়দার আকবর খান রনো প্রগতিশীল চিন্তাচেতনার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছেন। মার্ক্সীয় তত্ত্ব অধ্যয়ন ও অনুশীলনের সমন্বয় ঘটেছিল তার জীবনে। শ্রমজীবী সাধারণ মানুষ ও শ্রমিকদের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। মানুষ হিসেবে অত্যন্ত বিনয়ী হায়দার আকবর খান রনো বামপন্থীদের অনেক বিভেদের মধ্যেও নিজের নীতিতে ছিলেন অটল। সমাজতন্ত্রের যে স্বপ্ন তিনি নিজের ভেতর লালন করেছেন, তা নিয়েই আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন তিনি।

দীপা দত্ত বলেন, হায়দার আকবর খান রনো ছিলেন আজীবন বিপ্লবী। তিনি কেবল কমিউনিস্ট নেতাই নন, একজন তাত্ত্বিকও। তার লেখনী, রাজনৈতিক আদর্শ, সততা, নিষ্ঠা, একাগ্রতা আমাদের জন্য আগামীর প্রেরণা হয়ে থাকবে।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি চঞ্চল আশরাফ এবং শিশুসাহিত্যিক আতিক হেলাল।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান ও রেজাউদ্দিন স্টালিন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিকা সুমি এবং হ্যাপি হাবিবা। ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’র পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন শিল্পী এ কে এম শহীদ কবির, রেজাউল করিম, মিরাজুল জান্নাত সোনিয়া, রত্না দাস, দেবাশীষ শর্মা ও মাহমুদুল হাসান।
আগামীকাল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় অমর একুশে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘কুমুদিনী হাজং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন পাভেল পার্থ। আলোচনায় অংশগ্রহণ করবেন মতিলাল হাজং এবং পরাগ রিছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবু সাঈদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com