কমল সরকারঃ করোনা ভাইরাস এর কারনে বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছুটি এবং লকডাউন এর সময় বৃদ্ধি পাওয়ায় সমাজের খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্তরাই আছে খাদ্য ও অর্থ অভাবে। ত্রাণের সহযোগিতা পাবার জন্য যখন মানুষ এদিক-সেদিক ছোটাছুটি করছে, বড় বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে কখন সমাজের উচ্চবিত্তের লোকেরা এসে গাড়ি থামিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, দিবে ত্রাণ। সে ত্রাণ পেয়ে কিছু বেলা হয়তো একটি পরিবার তার খাদ্যের অভাব মেটাবে, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিল কুয়েতি সংস্থা।
ঢাকা দক্ষিণ সিটির সবুজবাগ এর মধ্য মানিকদা এলাকায় কুয়েতি সংস্থার অর্থায়নে তৈরি হওয়া বায়তুল নূর জামে মসজিদ থেকে কুয়েতি সংস্থার অনুদানের ৪০ ব্যাগ এবং এলাকাবাসীর সহযোগিতায় আরো ৪০ ব্যাগ মোট ৮০ ব্যাগ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে বায়তুল নূর জামে মসজিদের সভাপতি মোঃ আমির হোসেন সরকার বলেন, কুয়েতি সংস্থার অনুদানের ত্রান পাওয়াতে আমাদের এলাকার গরিব দুঃখী এবং অর্থ ও খাদ্য অভাবে থাকা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর কিছুটা হলেও সহযোগিতা হলো। বাইতুল নুর জামে মসজিদ এর সেক্রেটারি মোহাম্মদ রেদওয়ান সাহেব জানান, কুয়েতি সংস্থার অনুদানে পাওয়া চল্লিশটি ব্যাগেই ছিলো চাউল,ডাল,চিনি,ছোলা,আলু,পেঁয়াজ,লবণ এবং তৈরি। এলাকার মানুষজনের কথা চিন্তা করে এবং ত্রাণ প্রত্যাশীদের পরিমাণ বেশী থাকায় আমাদের নিজেদের প্রচেষ্টায় কুয়েতি সংস্থার অনুদানে ত্রাণের ৪০ টি ব্যাগ এর সাথে আরও ৪০ টি ব্যাগ মিলিয়ে মোট ৮০ টি ত্রাণের ব্যাগ এলাকার খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়।
Leave a Reply