আসাদুজ্জামান ভূঁইয়া মাসুদ – ইলিশের বাড়ি চাঁদপুরের মেঘনা নদীর লক্ষীচর এলাকায় জেলেরা মাছ ধরতে গেলে জেলেদের জালে ১০ মণ ওজনের একটি শাপলা মাছ ধরা পড়ে এবং এবং আটজন জেলে মিলে জাল সহ মাছটিকে টেনে নদীর পাড়ে নিয়ে আসে। জেলেরা মাছটিকে নদীর পাড় থেকে ট্রলারযোগে চাঁদপুর মাছ ঘাট নিয়ে আসে। জেলেরা জানান বিশালাকৃতির এই মাছটির নাম শাপলা পাতা। দেশে করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি খারাপ হওয়ায় এবং লকডাউন থাকায় মাছটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করি, দেশের পরিস্থিতি ভালো থাকলে মাছটি হয়তো এক লক্ষ টাকার উপরে বিক্রি করা যেতো। মাছটি লম্বা এবং চওড়ায় প্রায় ১৫ ফুট এবং লেজটিপ্রায় সাত ফুট লম্বা, মাছটির আকৃতি বৃত্তাকার এবং মাছটির বয়স অনুমান করা হচ্ছে প্রায় ৭ বছর। গত শনিবার বিকেলে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। জেলে এবং স্থানীয় মানুষদের তথ্যে জানা যায়, দেশের বড় বড় নদী এবং সাগর ও নদীর সঙ্গমস্থলে এজাতীয় মাছগুলোর বিচরণ মাছটির স্থানীয় নাম শাপলা পাতা হলেও এ মাছটিকে শাকুশ, হাউস পাতা সহ বিভিন্ন নামে মানুষ চেনে।
Leave a Reply