চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অষ্টম শ্রেণির স্কুলছাত্রের এক চোখ উপড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পীরপুর হাট চাতাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন (১৪) পীরপুর এলাকার মজিদুল ইসলামের ছেলে ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ইসমাইল নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে পীরপুর হাট চাতাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply