গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় রবিবার দূপুরে পীরগঞ্জ কমিউনিস্ট পার্টি জনগণের নায্য অধিকারের দাবীতে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখেতে নিয়মিত বাজার মনিটরিং করাসহ গরীব অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেওয়া এবং মধ্যবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মানববন্ধ কর্মসূচী পালন করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়া এবং দেশের খাদ্য সামগ্রীর,নিত্য পন্যের মূল্য সঠিক দামে বাজার নিয়ন্ত্রণ রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সে সময় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীগণ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। প্রায় ১ ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, কৃষক নেতা মুর্তজা আলম, যুব নেতা লেলিন প্রমুখ বক্তব্য দেন।
বক্তব্যের ভিত্তিতে জানাযায় তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন করা জন্য প্রশাসনের মাধ্যমে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।
Leave a Reply