অসহযোগ কর্মসূচির নামে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের বিক্ষোভ ও সংঘর্ষে ১৩ জেলায় ২৫ জন নিহত হয়েছে। হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করে ও আগুন দেয় আন্দোলনকারীরা। পুলিশ ও সাংবাদিকসহ আহত হয় বেশ কয়জন।
মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন।
মাগুরায় আন্দোলনকারীদের বিক্ষোভের সময় একজন নিহত হয়েছেন। রংপুরে আন্দোলনকারীদের বিক্ষোভের সময় নিহত হয়েছেন দুইজন।
সেময়য় একুশে টেলিভিশনের ক্যামেরাপার্সনসহ ৫ সাংবাদিক আহত হন।
মানিকগঞ্জে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। বগুড়ায় ভূমি অফিসসহ বিভিন্ন দোকানপাটে আগুন দেয় আন্দোলনকারীরা। সেসময় আহত হন কয়েকজন।
খুলনা বিজ্ঞাপন মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের মদনপুরে পুলিশের পিকআপ ভ্যানে আগুন এবং জেলা পরিষদ ভবন ও রাইফেল ক্লাব ভাংচুর করেছে আন্দোলনকারীরা।
Leave a Reply