টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির লংগদু সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সাজেক এবং লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ।
শুক্রবার বিকেল থেকে মাইনি নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় রাস্তাঘাট। খাগড়াছড়ি-সাজেক সড়কের কবাখালিতে সড়ক ডুবে বন্ধ হয়ে যায় রাঙামাটির সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। ফলে সেখানে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা জানান, পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে মেরুং বাজারও। সেইসঙ্গে টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়ায় সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।
Leave a Reply