মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলীতে করোনাভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনায় কর্মহীন পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে পেরৈসভার আবদুল্লাহ সুপার মার্কেটে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাভাইরাসের কর্মহীন পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন খাদ্য সহায়তা প্রদান করেছেন।
প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ীকে দশ কেজি চাল, তিন কেজি আলু, এক লিটার তৈল ও একটি তরমুজ দেয়া হয়েছে।
এ খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট জামি হিকমা, নৌ ও পুলিশ বাহীনির সদস্যরা ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরক্ষা বজায় রেখে পৌর শহরের পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
Leave a Reply