রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে অসহায় ৫ নারীর সম্পত্তি জবর দখল!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৭ এএম
  • ৬২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের চৌপল্লী টেকরাজ গ্রামের শিকদার বাড়ির অসহায় জোবায়েদা অলকা ও তার ৪ মেয়ের সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ ও তার লোকজন।

অভিযোগ রয়েছে টেকরাজ গ্রামের সিকদার বাড়ির আবদুল আওয়ালের মৃত্যুতে স্ত্রী ছেলে ও ৪ মেয়ে ১ একর ৮৪ শতাংশ সম্পত্তির মালিক হন। এ সম্পত্তি থেকে আউয়ালের ছেলে প্রিন্স তার মালিকানা অতিরিক্ত কিছু সম্পত্তি বিক্রি করেন মালেকুল মাকছুদের নিকট। মালিকানা সমস্যার কারণে দখল নিতে না পেরে সে সোহাগ এর নিকট ২৭ শতাংশ জমি বিক্রি করে। সোহাগের নামে দলিল সৃজন হওয়ার পর এলাকার প্রভাবশীদের সহযোগীতায় জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে জোবায়েদা ও তার মেয়েরা বাধা দেয়। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে ২৭ জানুয়ারী তার লোকজন নিয়ে জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা করেন। এতে ভুক্তভোগী বাদী হয়ে চন্দ্রগঞ্জ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

এ ছাড়াও পূর্বে উক্ত সম্পত্তি রক্ষায় আদালতের আশ্রয় নিলে আদালত ১৪৪ ধারা জারি করে উভয়কে পক্ষকে শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু সোহাগ তার লোকজন নিয়ে রাতে আঁধারে ঘর ও বাউন্ডারী নির্মাণ করে। এ অবৈধ দখল বিষয়ে জানতে গেলে সোহাগ সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়।

এসময় সে মোবাইল ফোনে বিভিন্ন সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। সাংবাদিকরা চলে আসার পর সন্ত্রাসী সোহাগ ভুক্তভোগীর জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা ও ভাংচুর করে। ভুক্তভোগী পরিবারে কোন পুরুষ না থাকায় সোহাগ ও তার লোকজন নানান ভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com