বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৬.১৩ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় সাত মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।

কমিটিতে ১নং সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন।

এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যারা—

আব্দুল্লাহ হীল বারী, মো. হুসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিন, কামাল উদ্দিন রানা, কাজল দাস, শহীদুল হক শিশির, সবুর খান কলিন্স, আবু ইউনুস,
ইমরান শেখ, মুনেম শাহরিয়ার মুন, মো.ফয়সাল মাহামুদ

সাংগঠনিক সম্পাদক:

আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মন, মো. সোলায়মান ইসলাম মুন্না, সালাহ উদ্দীন আহম্মেদ সাজু, মো. আনোয়ার হোসেন নাঈম, সিয়াম
রহমান, সজীবুর রহমান সজীব, হাসিবুল হোসেন শান্ত, মো. হারুনার রশিদ হারুন, তানভীর শিকদার।

সহ-সভাপতি:
মো. রিপন মিয়া, রুবেল হোসেন, মো. সাদ্দাম হোসেন (বিজয় ৭১ হল, ঢাবি), রবিউল হাসান রানা, রনক জাহান রাইন, এস. এম আমিরুল ইসলাম (ঢাকা কলেজ, গোপালগঞ্জ), এনামুল হাছান নাহিদ, সৈয়দ শরীফুল আলম শপু, মিজানুর রহমান জনি, মাহমুদুল হাসান বাবু, মো. ফুয়াদ হাসান, আব্দুর রহিম সরকার, আনোয়ার হোসেন (কক্সবাজার), মো. আসাদুল্লাহ আসাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবনা), শেখ শামীম আহম্মেদ তূর্য্য, রায়হান রনি, মিলন খান, ইবনুল এম. হাসান, শামীম পারভেজ, রাজিয়া সুলতানা কথা, এহসান পিয়াল, কোহিনূর আক্তার রাখি, আজহারুল ইসলাম মামুন, এম. এম. সাহেদুজ্জামান, ইমরান জমাদ্দার, মো. মেহেদী হাসান তাপস, মো. সুমন খলিফা, মাইনুল হাওলাদার, খাদিজা আক্তার উর্মি, তুহিন রেজা, মো. শাহজালাল, আল-আমিন শেখ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), এনামুল হক তানান, মাজহারুল হক মাহফুজ, নেয়ামতউল্লাহ তপন, জাকারিয়া দস্তগীর, জোবায়ের হাসান, সজীব নাথ, তামান্না জেসমীন রিভা, মো. ইরফানুল হাই সৌরভ, রাশেদ ফেরদৌস আকাশ, জাহিদ হাসান (স্যার এ. এফ. রহমান হল, ঢাবি), আনফাল সরকার পমন, আব্দুল আলীম খান, জোবায়ের হোসেন মঈন, মো. খায়রুল হাসান আকন্দ, খন্দকার হাবিব আহসান, সাইফুল্লা আব্বাছী অনন্ত, আল-আমিন শেখ (ঢাকা মেডিকেল কলেজ), আল-আমিন রহমান, সুরাপ মিয়া সোহাগ, এম. এ. আহাদ চৌধুরী, শেখ সাঈদ আনোয়ার সিজার, মো. ফরহাদ আলী, রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান, আহমেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাত, মো. আবু সাইদ কনক নাহিদ হাসান শাহীন, উৎপল বিশ্বাস, মো. মেহেদী হাসান, বরিকুল ইসলাম বাধন, মো. জয়নাল আবেদীন, রবিন বাহাদুল, মো. সুজন শেখ, সানোয়ার পারভেজ পুলক, মো. শাহেদ খান, নুর-এ-আলম আশিক, হাসানুর রহমান হাসু, রনি মুহাম্মদ।

প্রচার সম্পাদক: তরিকুল ইসলাম তারেক।

উপ-প্রচার সম্পাদক:

রফিকুল ইসলাম সবুজ, শাহাবাজ হোসেন বর্ষণ, শামসুল আরেফিন সেজান, রিয়াজ বিন ওহাব, বি. এম. জবল ই রহমত।

 

দপ্তর সম্পাদক: মেফতাহুল ইসলাম পান্থ

উপ-দপ্তর সম্পাদক:

মুজিবুল বাশার, মো. তানভীর আহমেদ স্বাধীন, মনির হোসেন সাদি মোহাম্মদ আকাশ, বারেক হোসাইন আপন।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: ফরহাদ হোসেন সুজন।

উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক:

আলেকউজ্জামান হিমু, মো. সাখাওয়াত হোসেন রনি, সিফাতুজ্জামান, সাদিত সাদমান রাহাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com