রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী ও ডাকাত দল গ্রেফতার, মাইক্রোবাস ও পুলিশের সরঞ্জাম উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৮.২৯ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর খিলক্ষেত, ডেমরা ও গাজীপুরের কালিয়াকৈর থেকে দেশীয় অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও ডাকাত দলের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ শহিদুল ইসলাম মাঝি ওরফে শহীদ মাঝি, সাগর চন্দ্র মালি, শাহ আলম হাওলাদার, মোঃ কামরুল ইসলাম ওরফে রমিজ তালুকদার, মো: মাকসুদুল মোমিন ওরফে শামীম, মোঃ হাসান, মোঃ নুরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ আকরাম হোসেন, মোঃ দ্বীন ইসলাম ওরফে কাউছার আহম্মেদ, মোঃ ইলিয়াছ আহম্মেদ ওরফে নিরব, মোঃ ফরহাদ আলী, মোঃ রিয়াজ হোসেন হাওলাদার ওরফে রিয়াজুল, মোঃ শফিকুল ইসলাম লিটন, মোঃ সেরাজুল ইসলাম ও মোঃ জহিরুল ইসলাম পিন্টু।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।

তিনি বলেন, গত ১৭ জুন ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাত দলের সদস্যরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের এজেন্ট আব্দুল আজিজের কাছ থেকে সর্বস্ব নিয়ে নির্জন স্থানে তাকে ফেলে চলে যায়। এ ঘটনায় গত ২৪ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করেন আব্দুল আজিজ।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ আরো বলেন, গোয়েন্দা-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত করে । তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ে জিড়ত দলটিকে সনাক্ত করা হয়। পরে গত ১০ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা মোঃ শহিদুল ইসলাম মাঝি ওরফে শহীদ মাঝিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে রাজধানীর ডেমরা এলাকা হতে সাগর চন্দ্র মালি, শাহ আলম হাওলাদার, মোঃ কামরুল ইসলাম রমিজ তালুকদার, মো: মাকসুদুল মোমিন ওরফে শামীম, মোঃ হাসান ও মো: নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

 

তিনি বলেন, একই দিন গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে খিলক্ষেত থানার ৩০০ ফুট রোডে অষ্টেলিয়ান স্কুলের সামনে হতে আরো ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় পৃথক  মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিঞ্জাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা পারস্পরিক যোগসাজসে ঢাকার মতিঝিল, পল্টন, ধানমণ্ডি ও গুলশান এলাকার ব্যাংক ও মানি এক্সচেঞ্জ হাউস থেকে কোন ব্যক্তি টাকা নিয়ে বের হওয়ার সময় তাদের টার্গেট করে। পরে ২/৩ জন মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। পথে সুবিধাজনক স্থানে মাইক্রোবাস নিয়ে তাদের দলের অন্য সদস্যরা প্রস্তুত থাকে। তারা ডিবি পুলিশ পরিচয়ে টার্গেটকৃত ব্যক্তিকে তাদের মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে ভিকটিমের কাছ থেকে সর্বস্ব  নিয়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়। গ্রেফতারকৃত ডাকাত দলের এই ১৬ সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com