করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারীভাবে ঘোষিত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গেছে। সরকারি সূত্র থেকে তথ্য নিয়ে টালি করে শনিবার দিনের শেষদিকে এএফপি এই তথ্য প্রকাশ করেছে।
বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ৩০,০০৩ জন, এদের দুই তৃতীয়াংশের মৃত্যু হয়েছে ইউরোপে।
গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে বিশ্বের ১৮৩টি দেশে ৬৪০,৭৭০ লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, এদের মধ্যে ১৩০,৬০০ লোক সংক্রমণমুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে।
জতীয় কতৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তথ্য নিয়ে এএফপি অফিস টালি করে এই সংখ্যা প্রকাশ করেছে। এই টালি থেকে প্রকৃত সংক্রমণের ধারণা পাওয়া যায়। অনেক দেশ এখনো কেবলমাত্র নির্দিষ্ট হাসপাতালে এর টেস্ট করে আসছে।
শুক্রবার (গ্রীনিচ মান টাইম ১৯০০টা) থেকে নতুন করে বিশ্বব্যাপী ৩,৪১৭ জন মারা গেছেন এবং নতুন করে ৬৮,৭৩৪ জন আক্রান্ত হয়েছে।
Leave a Reply