মঙ্গলবার চীন করোনভাইরাসকে “চাইনিজ ভাইরাস” বলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র বিরোধিতা করে সমালোচনা করেছে।চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ট্রাম্পের ভাষা চীনকে কলঙ্কিত করছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এক টুইট বার্তায় বলেন: “যুক্তরাষ্ট্র সেসব শিল্পকে সহযোগিতা করবে যেসব শিল্প চীনা ভাইরাস দ্বারা প্রাভাবিত বিশেষ করে এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পগুলি”
গত সপ্তাহে, ট্রাম্প কার্নাভাইরাসকে “চায়না ভাইরাস” হিসাবে আখ্যায়িত করে অন্য একজনের টুইট শেয়ার করেন।
কংগ্রেসের এক শুনানিতে যখন জানতে চাওয়া হয়, প্রেসিডেন্টের পক্ষে এ জাতীয় ভাষা ব্যবহার করা “চূড়ান্ত ভুল এবং অনুচিত” ছিল কিনা তাঁর জবাবে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড হ্যা সুচক উত্তর দেন।
রেডফিল্ড বলেন, “প্রথম পর্বে ছিল চীন।এরপর দ্বিতীয় পর্বে কোরিয়া এবং ইরান, এবং তৃতীয় পর্বে ইতালির সঙ্গে এখন পুরো ইউরোপ,” আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধেনিয়াম ঘেব্রেসাস জানান, যাতে কেউ অন্য কোন নাম ব্যবহার না করে যা ভুল বা কলঙ্কজনক হতে পারে সেজন্য করোনাভাইরাসের নাম কোভিড-১৯ নাম ব্যবহার করা হচ্ছে।
Leave a Reply