বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস সংক্রমণকে বিশ্ব ব্যাপী মহামারী বলে ঘোষণা দেবার পর বহু দেশ সমাবেশ ও বিভিন্ন অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় । ইতালির এক চতুর্থাংশ জনজীবন বন্ধ করে দেয়া হয় ।ইতালিতে এই মহামারী যখন এতটা ভয়াবহ, এরই মাঝে কনসার্ট হলগুলি বন্ধ থাকা সত্ত্বেও সংগীতপিপাসু ইতালিও জনগণ নিষেধাজ্ঞা অমান্য করে রাত্রিকালীন সংগীতে মুখর হয়ে ওঠেন। কারুর বাড়ির ব্যালকনিতে বা জানালা থেকে এই ভাইরাসকে অস্বীকার এবং জয় করতে দলবদ্ধ ভাবে তারা সংগীতে অংশ নেন ।সিয়েনায় তাদের কণ্ঠে শোনা যায় ঐতিহ্যবাহীলোকসংগীত ” IL CANTO DELLA VERBENA ।।।।।যার অর্থ সিয়েনা যখন ঘুমোয় ।
বিভিন্ন মাধ্যমে এই সংগীত, জনগণের এই মনোবল মুহূর্তে ভাইরাল হয়ে যায়……এই সংগীতকে তারা মানবতার নিমিত্ত অপূর্ব এক কাজ বলে অভিনন্দন জানাতে থাকেন ।
Leave a Reply