শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ওয়াশিংটনের বড় সিদ্ধান্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩২ জন সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে প্রকৌশল অধিকার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা চট্টগ্রামে কর্ণফুলি টানেল নির্মাণ বহির্ভূত খাত দেখিয়ে প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করেছে :ইসি মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন খুন গুম হামলা মামলার ভয়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি ’ শহীদ উদদীন চৌধুরী এ্যানী 

নিজাম ও ভিপি আনছুর এর নেতৃত্বে রাংগুনীয়ায় ৫ আগস্টের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫.৫৪ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাংগুনিয়ায় বিজয় র‍্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ইছাখালী থেকে রোয়াজার হাট সড়ক পর্যন্ত র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন রাংগুনিয়া-৭ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, ইলিয়াস সিকদার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ইলিয়াস সিকদার বলেন, “ছাত্র-জনতা তাদের তাজা রক্ত দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বিজয় এনেছে। এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে প্রতিটি প্রজন্মের কাছে।”

ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন বলেন, “৫ আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতিও রইল আমাদের সহমর্মিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও উপস্থিত ছিলেন—রাংগুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, রায়হান, কুদ্দুস, জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম সিকদার, ছাত্রদলের মোজাম্মেল হক মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহা, চন্দ্রঘোনা যুবদলের শওকত, আবছার, তৈয়ব, আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com