সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে একদিনে ঢাকাতেই ৪ মৃত্যু, হাসপাতালে ৫৬৮ ভর্তি হয়েছে আগস্টের মাসের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিয়েছে স্থানীয় পদত্যাগপত্র দিয়েছেন হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামান সম্পূরক তালিকায় দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ সিলেটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক এডিস মশাবাহী রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬৭ জন হাসপাতালে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালক সহ অটোরিকশার ৫ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭.৩৭ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালকসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭),তাঁর বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান।

ঈদগাঁও সিএনজিচালক সমিতির নেতা মোজাফ্ফর আহমদ জানান, ‘শিশুসহ দুই নারীকে নিয়ে ভারুয়াখালী যেতে সাড়ে ১২টার দিকে ঈদগাঁও স্টেশন ত্যাগ করে হাবিবউল্লাহ। বেলা ১টার দিকে রশিদনগর-ভারুয়াখালী সড়কের ক্রসিং পার হতে গিয়ে তার সিএনজি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ট্রেনটি রেলপথে আটকে থাকা সিএনজিকে ঠেলে প্রায় এক কিলোমিটার উত্তরে মাছুয়াখালী কবরস্থান এলাকায় নিয়ে যায়।’

প্রত্যক্ষদর্শী আবু বক্কর জানান, ‘গেটম্যানের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। জনবসতিতে পড়া ক্রসিংয়ে কোনো নিরাপত্তা বলয় নেই। রেল আসা-যাওয়ার পথে এখানে কোনো ধরনের ব্যারিকেট দেয়া হয় না।

রেলওয়ে রামু জংশনের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসাইন জাগো নিউজকে বলেন, ‘রেলপথটি এখনো পুরো হস্তান্তর করা হয়নি। তাই কোনো ক্রসিংয়ে স্থায়ী গেটম্যান নেই। প্রকল্পের লোকজন দায়িত্বহীন পালন করেন। কিছুদিন পর পর দুর্ঘটনা আমাদের বিব্রত করছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ও র‌্যাব বুঝিয়ে বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com