নওগাঁ প্রতিনিধি:-নওগাঁ জেলার নিয়ামতপুরে ১৬ বছর ধরে ছাতড়া কওমি মাদ্রাসার জমি আওয়ামীলীগ দলের প্রভাবশালীদের দখলে ছিল। দীর্ঘদিনের এই অবৈধ দখলদারিত্বের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট, বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতা নুরুল ইসলামের দৃঢ় নেতৃত্বে।
এই জমি পুনরুদ্ধারের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসার সম্প্রসারণ ও শিক্ষার পরিবেশ ফিরে আসে, তেমনি অন্যদিকে ন্যায়ের পক্ষে সাহসী অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়।
পুনরুদ্ধারকৃত ঐ জমিতে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত দোকানঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০২৫ সালের ৫ আগস্ট। দিনটি শুধু একটি উদ্বোধনের নয়, বরং গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে সত্য ও ন্যায়ের বিজয় উদযাপনের দিন হিসেবেও স্মরণীয় হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, এই জমি উদ্ধার শুধু এক টুকরো ভূমির পুনরুদ্ধার নয়, বরং এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার এক প্রতীকী উদাহরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন।
সঞ্চালনায় ছিলেন আব্দুল হাই রনি সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাহক মণ্ডল।
এই আয়োজনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। বক্তারা বলেন, জমি দখলমুক্তির এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের মুক্তি নয়—এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক বাস্তব উদাহরণ।
Leave a Reply