রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয় : মির্জা ফখরুল ইসলাম

  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮.৩২ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয়, এ কথা স্মরণ করিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- যারা যত চেষ্টাই করুক, চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না।

সকালে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের ঢাকা শহরের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অংকন এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু যুবদলেরই ৭৯ জন নেতাকর্মী নিহত হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, এই আন্দোলন গুটিকয়েক ব্যক্তির নয়; ছিল সব বয়সী মানুষের। বিএনপি সংস্কারে সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতার গ্রেফতারের ঘটনায় উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন- ডিবি অফিসের শত নিপীড়নের পরও বিএনপির কোন নেতাকর্মী আত্মসমর্পণ করেনি, কারো কাছে সেসময় মুচলেকাও দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com