রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিল্পকলা কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা নিয়ে সেমিনার

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৬.২৮ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ দেশের ডিজিটাল প্লাটফর্ম ও ওয়েব সিরিজ বিস্তারের কারণে দেশের নাট্যাঙ্গন ও অভিনয়শিল্প কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে- এ বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল (৫ নভেম্বর) ‘সাম্প্রতিক কাহিনি ও অভিনয় বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ।‘সাম্প্রতিক কাহিনি ও অভিনয় বাস্তবতা’শীর্ষক এ সেমিনারে অভিনয় অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সেমিনারে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, অভিনেতা জাহিদ হাসান, তৌকীর আহমেদ, অভিনেত্রী তারিন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, র্নিমাতা-অভিনেতা বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু প্রমুখ। ‘সাম্প্রতিক কাহিনি ও অভিনয় বাস্তবতা’শীর্ষক এ সেমিনারে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের মুখের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। আর পিঠের মেরুদণ্ডের কথা বাদই দিলাম। আমরা আসলে যা কিছু বলি তা করতে পারি না। তাই মনে হয়, বলে নয়, করে দেখাতে হবে। তা না হলে টেলিভিশন নাটক ও ছোটপর্দার শিল্পীরা ধ্বংস হয়ে যাবে।’ সেমিনারে আলোচনার বিভিন্ন পর্বে উপস্থিত অন্যান্য অভিনেতারা-অভিনেত্রীরাও তাদের বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেন। দেশের অভিনয় জগতের বড় একটি অংশ আসে টেলিভিশন বা ছোট পর্দা থেকে। যারা পরবর্তীতে বড় পর্দা বা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পরিচিত ও জনপ্রিয় করে তোলে। এরপর আস্তে আস্তে নিজেদের অভিনয়, চিত্রনাট্য দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত নির্মাতা সালাউদ্দিন লাভলু, নির্মাতা মুস্তোফা মননসহ আরো অনেকে নিজেদের আক্ষেপের কথা বলেন। এখন ভিউয়ার্স সর্বোচ্চ শিল্পী তারিন তিনি বলেন, এখন সবকিছুই ভিউয়ের উপর নির্ধারণ করা হয়। আর সবচেয়ে বড় শিল্পী এখন ভিউয়ার্সরা। তারা দেখলেই নাটক হিট হয়। যার ফলে টেলিভিশন কোম্পানিগুলো ভিউয়ার্সদের কথা মাথায় রেখে শিল্পী ও গল্প নির্ধারণ করেন। তাই আমি মনে করি এখন শিল্পীদের থেকেও বড় শিল্পী ইউটিউব- ফেসবুকের দর্শকরা।’ এসময় তারিন আরও বেশকিছু বিষয় তুলে ধরে নিজের আক্ষেপ প্রকাশ করেন, ‘আমাদের আসলে এখন শুধু অভিনয় দিয়ে পেট চলে না। তারা তাই সেটে বসেই অভিনয়ের পাশাপাশি কন্টেন্ট তৈরী করে। আসলে আমাদের পেশা আমরা নিজেরাই ছোটো করে ফেলছি। তাই নিজেদের অধিকার নিজেদেরই বাস্তবায়ন করতে হবে। ‘ তারিন দেশের অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছে সোনার কাঠি রুপার কাঠি, নীল মলাট, নিঝরিনী, অনাত্মীয় ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com