আল সামাদ রুবেলঃ চলচ্চিত্র নির্মাণের পেছনে নির্মাতা ছাড়াও যেকজন ব্যাক্তির প্রত্যক্ষ সৃজনশীল ভূমিকা থাকে, তাদের মধ্যে একজন সম্পাদক অগ্রগণ্য। চলচ্চিত্র সম্পাদক রাশেদুজ্জামান সোহাগ তেমনি একজন নেপথ্যের কারিগর। তিনি মাছরাঙা প্রোডাকশন লিমিটেড থেকে কর্মজীবন শুরু করেন। প্রাণ-আরএফএল গ্রুপ, বিবিসি মিডিয়া অ্যাকশনসহ বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রোডাকশন স্টুডিওর সাথে কাজ করে ভারী করেছেন প্রশংসার ঝুলি। প্রায় ১৪ বছরের অধিক সময়ের ক্যারিয়ারে নিজেই শুরু করেছেন ‘পোস্ট সার্কেল’ নামে একটি পোস্ট প্রোডাকশন হাউজ। তিনি সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন প্রায় ৫০০০ এর অধিক বিজ্ঞাপনচিত্র। সম্পাদনা করেছেন মেঘা সিরিয়াল, ড্রামা সিরিয়াল, ড্রামা, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি ইত্যাদি। উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে- ‘ইট কাঠের খাঁচা’, ‘লাবন্য প্রভা’, ‘চিঠি’, ‘কাগজের মানুষ’, ‘চোর ও নোভেলিস্ট’, ‘এক্স-ফেক্টর-২’, ‘দৈনিক তোলপাড়’ ইত্যাদি।
সম্প্রতি রাশেদুজ্জামান সোহাগ এর সম্পাদনার টেবিলে যোগ হয়েছে আরও কয়েকটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এর মধ্যে সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘জামদানী’ মুক্তির অপেক্ষায় আছে মুহম্মদ জাফর ইকবালের গল্পে আবু রায়হান জুয়েলের পরিচা্লনায় চলচ্চিত্র ‘এ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। দেশের বাইরের একটি বড় ফ্যাস্টিভালে জমা পড়েছে ‘ট্রিনিটি’। কালার গ্রেডিং করেছেন বিভিন্ন চলচ্চিত্র- ‘পিপড়াবিদ্যা’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কমলা রকেট’, ‘ডুব’, ‘কাঠবিড়ালী’, ‘দেশান্তর’, ‘আয়েশা’, ‘দ্যা লাস্ট পোস্ট অফিস’, ‘ভালো থেকো ফুল’, ‘অতিথি’ ইত্যাদি। বর্তমানে চলচ্চিত্র ও ওয়েব সিরিজেই সময় বেশি দিচ্ছেন রাশেদুজ্জামান সোহাগ। উল্লেখযোগ্য ওয়েব সিরিজ-‘লেডিস এন্ড জেন্ট্যালম্যান’, ‘সিন্ডিকেট’, ‘হাই অন লাইফ’, ‘দ্বিতীয় কৈশর’, ‘নীল দরজা’ ইত্যাদি। ভবিষ্যতে যাতে বাংলাদেশের পরিচালকদের পোস্ট প্রডাকশনের কাজে বিদেশে যেতে না হয় তাই বাংলাদেশেই তৈরি করতে চান ভারত ও থাইল্যান্ডের সমমানের একটি পোস্ট প্রোডাকশন স্টুডিও।
Leave a Reply