আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ এবার এক সাথে জুটি বাঁধলেন অভিনেতা ইমতু ও অভিনেত্রী প্রিয়াংকা।
ইমতু ও প্রিয়াংকার ভালোবাসার গল্পটা এবার বেশ জমে উঠেছে। পুজোর পরেই
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছন তারা। বাস্তবে না হলেও এমনটিই এবার ঘটতে যাচ্ছে সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিওর পরিচালনায় নির্মিত কভার মিউজিক্যাল ফিল্ম ” অন্য রকম পুজা “য়।
এই মিউজিক্যাল ফিল্মের ডিওপি ছিলেন আসাদুজ্জামান আজাদ, মেকআপ সেলিম।
এই মিউজিক্যাল ফিল্মে ইমতু,প্রিয়াংকা ছাড়াও আরো যারা অভিনয় করছেন তারা হলেন, চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু এবং মনিকা। ‘ প্রিয়াংকা ভিশন’ ইউটিউব চ্যনেলে আসছে দূর্গা পুজায় এই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে বলে পরিচালক সুত্রে জানা গেছে।
Leave a Reply