বিএনপি গুম, খুন হওয়া নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেবে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার এবং ভুক্তভোগীদের পুনর্বাসন করা হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভোলায় পুলিশের গুলিতে নিহত নুরে আলম এবং আব্দুর রহিমের পরিবারসহ বিভিন্ন সময় গুম হওয়া পরিবারের সদস্যরা আসেন এবং কথা বলেন।
ভয়ভীতি দেখিয়ে সরকার আন্দোলন বন্ধ করতে পারবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিনা ভোটে ক্ষমতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির সক্রিয় নেতাকর্মীদের গুম খুন করেছে।
খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সরকার নিজেদের পতন ঠেকাতে বেআইনিভাবে বিএনপি চেয়ারপার্সনকে গৃহবন্দি করে রেখেছে।
গণতন্ত্র চায় এমন মানুষ এই দেশে নিরাপদ নয় উল্লেখ করে ফখরুল বলেন, খালেদা জিয়া এই মুহূর্তে কারাগারে না থাকলেও গৃহ অন্তরীণ রয়েছেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতিও সরকার দেয়নি।
উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরছে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘এ অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।’
Leave a Reply