মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

বিএনপি গুম, খুন হওয়া নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেবে না : ফখরুল ইসলাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৭.০৬ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

বিএনপি গুম, খুন হওয়া নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেবে না উল্লেখ করে  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার এবং ভুক্তভোগীদের পুনর্বাসন করা হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভোলায় পুলিশের গুলিতে নিহত নুরে আলম এবং আব্দুর রহিমের পরিবারসহ বিভিন্ন সময় গুম হওয়া পরিবারের সদস্যরা আসেন এবং কথা বলেন।

ভয়ভীতি দেখিয়ে সরকার আন্দোলন বন্ধ করতে পারবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিনা ভোটে ক্ষমতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির সক্রিয় নেতাকর্মীদের গুম খুন করেছে।

খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সরকার নিজেদের পতন ঠেকাতে বেআইনিভাবে বিএনপি চেয়ারপার্সনকে গৃহবন্দি করে রেখেছে।

গণতন্ত্র চায় এমন মানুষ এই দেশে নিরাপদ নয় উল্লেখ করে ফখরুল বলেন, খালেদা জিয়া এই মুহূর্তে কারাগারে না থাকলেও গৃহ অন্তরীণ রয়েছেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতিও সরকার দেয়নি।

উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরছে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘এ অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com