চীনে করোনা ভাইরাসে আরো ৭১জন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছে ৫০৮ জন। সব মিলে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৬৩ জন এবং আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৫০০ জন।
দক্ষীন কোরিয়ায়ও নতুন করে আক্রান্ত হয়েছেন আরো বেশ কয়েকজন। চীনের পরই করোনায় সবচেয়ে বেশি আ্রক্রান্ত দেশ হচ্ছে দক্ষিন কোরিয়া। দশ জন মারা গেছেন আর আক্রান্ত এক হাজারের ওপরে।
করোনার প্রভাবের কারনে গোটা বিশ্বের শেয়ার বাজারে দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনা মহামারী রোধে কংগ্রেসের কাছে ২.৫ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছন।
দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন আক্রান্ত আঞ্চল দায়েগু সফর করে করোনা মহামারীকে উদ্বেগজনক মন্তব্য করেছেন। তিনি করোনা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ইরানে করোনায় ১৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯৫ জন।
সংযুক্ত আরব আমীরাত ইরান থেকে আসা যাওয়ার সব বিমান বন্ধ করে দিয়েছে।
ইরাক আফগানিস্তান কুয়েত বাহরাইন ওমান, যাদের সঙ্গে ইরানের যোগাযোগ আছে সেইসব দেশে করোনা আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটিরেজ গোটা বিশ্বের মানুষকে যার যার সাধ্যমত করোনা প্রোতিরোধে কাজ করার আহবান জানিয়েছেন।
Leave a Reply