রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

৫৩ প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ৫.১২ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ

অপেক্ষার পালা শেষ। আগামীকাল শুক্রবার (১৭ জুন) দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘তালাশ’। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালি পর্দায় অভিষেক হচ্ছেন আদর আজাদ। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।প্রেম নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। সিনেমা মুক্তি সামনে রেখে গত মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সিনেমাটির পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীরা।এ সময় নবীন নায়ক আদর আজাদকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেন শিল্পী সমিতির সভাপতি ও নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে মঞ্চে ছিলন পরিচালক জাকির হোসেন রাজু, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির, সিনেমার নায়িকা শবনম বুবলীসহ আরও অনেকে ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির বলেন, ‘কত সৌভাগ্যবান আদর আজাদ এই রকমভাবে শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন স্যারসহ দেশের নামি দামি পরিচালকরা তাকে পরিচয় করে দিলেন। এটা সব শিল্পীর কপালে জুটে না। দোয়া করি যেন বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক হয় আদর।’

মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’। বিশেষ করে তরুণ প্রজন্মদের সিনেমাটি ভালো লাগবে। ২০১৮ সালে সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেই। যার কারণে ছোট পর্দায় কাজের ব্যস্ততা থাকলেও সে কাজ বন্ধ করে বড় পর্দায় কাজ শুরু করি। সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলী অনেক হেল্পফুল। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।’ বুবলী বলেন, ‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com