আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ পরিচালকদের নির্দেশনা অনুসরণ করেই নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরতে পছন্দ করেন হাল সময়ের ব্যস্ত অভিনেতা অনুভব মাহবুব। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে শুরু তার পথচলা। মাসের প্রতিটি দিনই বিভিন্ন চ্যানেলে তার অভিনীত নাটক প্রচার হচ্ছে। ৬টি ধারাবাহিক তার প্রচার চলতি রয়েছে। এসব নাটকে নিজের চরিত্র নিয়ে অনুভব বলেন, আমাকে দর্শকরা যে ধরনের চরিত্রে পছন্দ করেন সে ধরনের চরিত্রেই দেখা যাচ্ছে নাটকগুলোতে। আমি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যাই দর্শকরা সরাসরি আমার অভিনয়ের প্রশংসা করেন। আবার এর বিপরীতও হয়। আমি যে মেয়েলী ধাঁচের পুরুষ চরিত্রে অভিনয় করি, অনেকেই এর সমালোচনাও করেন। যারা আমার সমালোচনা করেন তারাও কিন্তু আমার অভিনয় দেখেই করেন। এ অভিনেতা বলেন, একজন শিল্পীকে অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। আমি একদম বিব্রত হই না। অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাকে এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেন। আমি খুবই এনজয় করি বিষয়টা। মাঝে মাঝে দুঃখ হয় কারণ আমার শ্রদ্ধেয় পরিচালক ভাইরা আমাকে নিয়ে অন্য কোনো চরিত্রে ভাবেন না। আমার বিনীত অনুরোধ রইলো তারা যেন আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজের সুযোগ করে দেন। অনুভব বলেন, সমান তালেই করছি কাজ। শাপলা মিডিয়ার দু’টি সিনেমার কাজ শেষ করলাম। পরিচালক শামীম আহমেদ রনির ‘বুবুজান’ এ শান্ত খান ও মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছি। এর বাইরে পরিচালক কুঞ্জন মজুমদারের নির্দেশনায় ‘প্রিয়ারে’ সিনেমায় কাজ করলাম। এখানে কলকাতার নায়িকা কৌশানির সেক্রেটারি চরিত্রে অভিনয় করেছি।
Leave a Reply