সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

খেয়ালীর পথনাটক ‘ব্ল্যাক মাম্বা’

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ১২.৪৪ এএম
  • ৫০১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাংলাদশ পথনাটক পরিষদ আয়োজিত সাত দিনব্যাপী পথনাট্যোৎসবে ৭ মার্চ বিকেল ৪.৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে খেয়ালীর নাটক “ব্ল্যাক মাম্বা” মঞ্চস্থ হবে এই নাটকটি। রচনা ও নির্দেশনায় শাহীন আহম্মেদ। ‘দুর্নীতি আর সাম্প্রদায়িকতা, নির্মূল করবে বীর জনতা’ স্লোগানে নিয়ে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে পথনাটক উৎসব। উৎসবে সারা দেশের বিভিন্ন নাট্যদলের ৩৭টির মতো পথনাটক প্রদর্শিত হবে। সপ্তাহব্যাপী এ উৎসব উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। পথনাটক উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনন্ত হীরা।

এছাড়া বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি রতন সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। ঘোষণাপত্র পাঠ করেন উৎসব আহ্বায়ক মো. শাহনেওয়াজ।

প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে নাট্য প্রদর্শনী। এতে নাটক মঞ্চায়ন করেন সময় সাংস্কৃতিক গোষ্ঠী (পিঁপড়া), চন্দ্রকলা থিয়েটার (আজব বাক্স), রঙ্গপীঠ নাট্যদল (এক রাজার গল্প), সাত্বিক নাট্যসম্প্রদায় (রাজার চোখ অন্ধ), শান্তিপুরের উৎসব নাট্যদল (একাত্তরের ইবলিশ) ও মেঘদুত নাট্যসম্প্রদায় (মানুষ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com