মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত ট্রাফিক বিভাগ চট্টগ্রাম ম্যানুয়াল পদ্ধতির স্লিপে রেকার ভাড়া ৭৫০ টাকা ব্যতীত সরকারি রশিদে সমুদয় জরিমানার উল্লেখ থাকছে না ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি

শোক সংবাদ -এর ফেরিওয়ালা ফকির আলী

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৫ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: একটি শোক সংবাদ…’ এই সংবাদটি মাইকে বাজলেই সবাই উৎকীর্ণ হয়ে থাকেন।কে যে মারা গেল! কোন অভাগা -অভাগিনীর প্রাণপ্রিয়জন এই ধরাধাম থেকে বিদায় নিল। মর্মান্তিক এই খবরটি সবার কাছে আগে মাইকে পৌঁছে দেন ফকির আলী ।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাধীন পশ্চিম গৌরীপাড়ার গড় ইসলামপুরের মো. নুরুল ইসলাম ফকির আলী (৬১)। ফকির আলী নামেই সবাই চেনেন। দরাজ গলার এই শোক সংবাদ শোনার জন্য অনেকে প্রস্তুত থাকেন না। কিন্তু নিয়তির নির্মমতায় কোন কোন দিন যখন ২/৪ টি শোক-সংবাদ মাইকে প্রচার হয়, তখন অনেকেই যেন এই ফকির আলীকে নতুন নামে আবিষ্কার করেন। বলেন, ফকির আলীর আজ গুরুত্ব বেড়ে গেছে …।
কথা হয় ফকির আলীর সাথে। জানান, ১৯৭৫ সাল থেকে রিক্সায় যাত্রী টানেন। আশির দশকের পর থেকেই এই মৃত্যুর মাইকিং করে আসছেন। এখন গুরুত্ব বেড়ে গেছে। সব দিন খোঁজ নাহলেও আবার কোনো কোনো দিন ৩/৪ টির বেশি হলে সময় মেইনটেইন করে মাইকিং করেন। ভাড়া নির্ধারণ কীভাবে করেন তার উত্তরে বলেন, এটি একটি মানবিক কাজ। কখনো ভাড়া ঠিক করি না। কাজ শেষে যে যার ইচ্ছেমতো এখন ৭ শ’ থেকে হাজার, ১২ শ’ টাকা দিয়ে থাকেন। কেউ কেউ সপ্তাহ, দুই সপ্তাহ পার করেও টাকা দেন। মাসে ১৫/ ২০ টি করে মাইকিং করা হয় । মাসে গড় ১৭ টি হিসেবে ৪১ বছরে প্রায় সাড়ে আট হাজার মৃত ব্যক্তির মাইকিং করেছেন।
এ পেশা থেকেই তার সংসার চলেনা। নিমতলা মোড় তার আসল ঠিকানা। সবাই জানে এই ফকির আলীকে কোথায় পাওয়া যায়। তবে সব মাইকের দোকানে তার মোবাইল নম্বর দেয়া আছে। যখন মাইকিংয়ের কাজ থাকেনা তখন রিক্সায় ভাড়া খাটেন। তবে দিন-রাতের বেশিরভাগ সময়ে তাকে তটস্থ থাকতে হয়, কখন মৃত্যুর খবর আসে ! গরমের শেষে এবং শীতের শেষে মৃত্যুর সংবাদ বেশি হয় বলেও তিনি জানান।
মাইকিং করতে মাইক এবং একটি রিক্সা ভাড়া করে নিতে হয়। সেই সাথে স্ত্রী ১ ছেলে ২ মেয়ের সংসার চলার মতো খরচ লাগে। যদি কেউ মাইক অথবা রিক্সা দিয়ে সহযোগিতা করতো তাহলে আমি কমটাকায়, স্বাচ্ছন্দে, সময়মতো এই মানবিক কাজটি করতে পারতাম বলে জানালেন ফকির আলী ।
রিক্সা চালক নেজাম উদ্দিন, দ্বিজেন, বদরু, মতিয়ার জানান, আমরা একসাথেই রিক্সা চালাই। আমাদের আত্মীয় স্বজনদের মৃত্যুতে এই ফকির আলী মাইকিং করে থাকেন। কখনো টাকা নেন না।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, ফকির আলী ফুলবাড়ির দল-মত নির্বিশেষে মৃত্যুর শোক সংবাদ পরিবেশন করে আসছেন। এটি অত্যন্ত একটি ভালো কাজ। আমার সদিচ্ছা আছে। ফুলবাড়ী পৌরসভার পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, দুঃসময়ে দূরবর্তী মানুষকে ডাকা নিঃসন্দেহে উত্তম কাজ। ফকির আলী সে কাজটি করেন। আমার বাপ দাদা ভাইয়ের মৃত্যুতে তিনিই মাইকিং করেছেন। আমিও তার পাশে থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, এ ধরনের মৃত্যু সংবাদ ফকিরআলী পরিবেশন করে আসছেন দীর্ঘদিন ধরে । নিশ্চয়ই এটি মহতী উদ্যোগ। এই উদ্যোগে শরিক হওয়া প্রয়োজন। ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, ছোট থেকেই শুনে আসছি মৃত্যুসংবাদ মাইকিং করেন ফকির আলী। এই মানবিক কাজ করার জন্য তাকে সহযোগিতা করা দরকার। বিষয়টি ভাবনায় আনার জন্য সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com