সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

দেশের প্রথম উল্টো ছবি তোলার গ্যালারী আপ সাইড ডাউন গ্যালারি বিডি

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৩৮ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ কোন এক উল্টো রাজার দেশে… চলে সব উল্টো পথে…উল্টো রথে…উল্টো বেশে। নচিকেতার গানের সেই লাইনটিই যেন বাস্তবে রুপ নিয়েছে … “আপ সাইড ডাউন গ্যালারীতে”।

যে গ্যালারীতে আপনি ঠিকি প্রবেশ করলেন…কিন্তু সেখানে আপনাকে সব কাজ করতে হবে শূন্যে ভেসে ভেসে…এ যেন এক স্বপ্নের জগত।
রাজধানীর লালমাটিয়ায় ১০১৯ এঁর মে মাসে চালু হওয়া এই ফটো গ্যালারী… ইতিমধ্যেই অনেকের কাছেই উল্টো বাড়ি হিসেবে পেয়েছে বেশ জনপ্রিয়তা।
যেটি কিনা দেশের প্রথম উল্টো ছবি তোলার ফটোগ্যালারী। আর তা শুধুই সম্ভব হয়েছে…. চার জন তরুন সপ্নবাজ উদ্যোক্তার সফল প্রচেষ্টায়। সেই চার উদ্যোক্তাদের একজন
আব্দুল্লাহ আল মাহাবুব (ইমেল) যিনি দেশের বাহিরে ঘুরতে গিয়ে এমন গ্যালারির দেখতে পান। পরবর্তীতে তার প্রিয় সহধর্মিনীর উৎসাহে রাজধানীর লালমাটিয়ায় এই ফটো গ্যালারি চালু করেন। বর্তমানে তিনি আছেন এই আপসাইড ডাউন গ্যালারির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালনা অংশীদার হিসেবে।
দীর্ঘ মহামারির ধাক্কা সামলিয়ে ইতিমধ্যে আরো একটি শাখা খোলা হয়েছে রাজধানীর উত্তরায়। যেখানে রাখা হয়েছে চোখ ধাঁধানো আরো কিছু মজার মজার সেগমেন্ট। পাশাপাশি খুব শীঘ্রই কক্সবাজারে তৈরি করা হবে আরো একটি ব্রাঞ্চ। অন্যদিকে এই উত্তরা ব্রাঞ্চের দায়িত্বে আছেন আরেক বন্ধু, সহ-প্রতিষ্ঠাতা ও অংশীদার ইশতিয়াক মাহমুদ অনিক। দুই ব্রাঞ্ছেই রয়েছে বেডরুম, ড্রইংরুম,ডাইনিং, রিডিং রুম…কিচেন শাওয়ার সহ আরো বেশ কিছু তান্ত্রিক কক্ষ। আর প্রতিটি কক্ষেই ফার্নিচারগুলো বিশেষ কায়দায় সাজানো হয়েছে রুমের সিলিং এ। যেখানে প্রতিটি কক্ষেই ছবি তুলতে সাহায্য করবে আলাদা আলাদা গাইড।
বিনোদন প্রেমীদের জন্য আনন্দের বিষয় এই যে, আসছে ঈদে আপ সাইড ডাউন গ্যালারীতে” ছবি তোলার পাশাপাশি যোগ হবে লাইভ গানের ব্যাবস্থা ও বিশেষ ভি-আর ও এ-আর সিটেম।
যান্ত্রিক এই ঠাসবুনোটের শহরে বিনোদনের এমন ব্যাবস্থা কিছুটা হলেও মনে মেলাবে শান্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com