সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

টেলিভিশন শিল্পী সংঘের সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান

  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ১২.০৫ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক পদে ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রওনক হাসান। শুক্রবার রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।

 বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। শিল্পী সংঘের নির্বাচনে মোট ২১টি পদে ৫০ জন অভিনেতা-অভিনেত্রী প্রার্থী হন। সকাল থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে তারকারা পছন্দের প্রার্থীকে ভোট দেন।

অভিনয়শিল্পী সংঘের এবারের নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও সভাপতি পদের জন্য প্রার্থী ছিলেন দুজন। তারা হলেন- আহসান হাবিব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন নিপু। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বিজয়ী প্রার্থী রওনক হাসান (এম এস কামরুল হাসান) ও আলমগীর কবীর (কবীর টুটুল)।

বিজয়ী তিন সহসভাপতি হলেন- আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক দুটি পদে বিজয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকি ও মো. জামিল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাজু খাদেম। এছাড়া অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আজম, দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুনুর রহমান (অপু), আইন ও কল্যাণ সম্পাদক  ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন।

অপরদিকে কার্যনির্বাহী সদস্য পদে সাত বিজয়ী হলেন- হাফিজুর রহমান (হিমে হাফিজ), সূচনা শিকদার, আইনূন পুতুল, শামস সুমন, আশরাফুল আলম খান (আশরাফুল আশীষ), তানভীর মাসুদ ও মাজনুন মিজান।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। নির্বাহী কমিটির এর আগে দুই বছর মেয়াদ থাকলেও এবারের বিজয়ীরা তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com