সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

সেরার পুরস্কার পেলেন মম

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১০.৪৭ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঢাকায় আয়োজিত ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জাকিয়া বারী মম। ‘আগামীকাল’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। গতবৃহস্পতিবার (৬ই জানুয়ারি) সন্ধ্যায় উৎসবের শেষদিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন শান্ত খান। সেরা খল চরিত্রের অভিনেতা হয়েছেন অভিনেতা টুটুল চৌধুরী। তাকে ‘আগামীকাল’ চলচ্চিত্রে জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম। সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও উৎসব চেয়ার-ম্যান সালমা ডলি এবং উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। উৎসবে ড. মনোরঞ্জন ঘোষালকে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়া চরিত্রাভিনেতা হিসেবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা (চরিত্র) সম্মাননা দেয়া হয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়কে। পুরনো সিনেমা বিভাগে পুরস্কার দেয়া হয়েছে- ‘পুড়ে যায় মন’ সিনেমার জন্য অপূর্ব রানা (কবিরুল ইসলাম রানা এবং অপূর্ব রায়) এবং ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার জন্য মাসুদ পথিককে। অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্যদিয়ে উৎসবটির পর্দা নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com