নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ২৮ ডিসেম্বর শহরের নওযোয়ান মাঠে ও একই সময়ে জেলা যুবলীগ ও বিএনপি সমাবেশ আহবান করায় সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার বিকেল ৩ টা থেকে কার্যকর হয়ে ২৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টা পর্যন্ত বলবৎ থাকবে।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, একই স্থান ও সময়ে বিএনপি ও জেলা
যুবলীগ, এ-টিম মাঠে ছাত্রলীগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে মহিলা যুবলীগের
পক্ষে একই সময়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একই সময়ে সমাবেশের আহবান
করায় আইনশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কোন দলও অঙ্গসংগঠনকেই সমাবেশের
অনুমতি দেওয়া হয়নি। এছাড়াও দুই পক্ষের সাথে কথা হয়েছে সমাবেশ না করতে।
নওগাঁর আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে এ সময় সকল
ধরনের সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জানান, মুজিব বর্ষ
হিসেবে আমাদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিলো। সেই কর্মসূচী পালন
করতেই জেলা প্রশাসনসহ প্রশাসনিক কর্তাদের কাছে সমাবেশের আবেদন করা
হয়েছে। তিনি আরো জানান, ইত্যে মধ্যে তাদের সংগঠনের পক্ষ থেকে প্রচার-
প্রচারণা চালানো হয়েছে।
এদিকে সোমবার দুপূরে জেলা বিএনপি দলীয় বিএনপির এক সংবাদ সম্মেলনে জেলা
বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মাষ্টার বলেন, বিএনপি চেয়ারপারশন ও সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসার দাবিতে ২৮ ডিসেম্বর
নওযোয়ান মাঠে জনসমাবেশ আহবান করে জেলা বিএনপি। কিন্ত পরবর্তীতে
রাজনৈতিক প্রতিহিংসা মুলক ভাবে একই সময়ে একই দিনে নওযোয়ান মাঠ,
এটিম মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে যথাক্রমে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা
যুবলীগ সমাবেশ আহবান করে। এ অবস্থায় আমরা জানতে পারছি প্রশাসন ১৪৪ ধারা
জারী করছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারী করা হলে আইনের আমরা পৌর এলাকার
বাইরে সমাবেশ করবো। না হলে পূর্ব নির্ধারিত জায়গায় সমাবেশ হবে। এ বিষয়ে
আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবো। কিন্ত ২৮ তারিখে আমাদের মা বিএনপির
চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
হবেই তা পৌরসভার ভেতরে কিম্বা বাইরে যেখানেই হোক।
সংবাদ সন্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ
সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপি নেতা মামুনুর রহমান রিপন, শহিদুল ইসলাম
টুকু, এ জেড এম রফিকুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু
বলেন, আমরা কোন প্রতিহিংসা মূলকভাবে কর্মসূচি গ্রহন করিনি। মুজিব বর্ষ
হিসেবে আমাদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিলো। কাকতালীয়ভাবে দুটি
সংগঠনের একই দিনে একই সময়ে একই মাঠে সমাবেশ আহবান করা হয়েছে।
Leave a Reply