শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে তিউনিসিয়া উপকূলে মারা যাওয়া আট বাাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে সুখের টানে শাকিব খানে তৃতীয় বিয়ে এসো গৌরীপুর গড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বামী-কর্তৃক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্ত্রীর মামলা আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক বিএনপির ভেতরে ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী :ওবায়দুল কাদের তীব্র গরমে হার্ট ভালো রাখবেন কীভাবে সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজতে আত্মহত্যা কলকাতায় বাবার হাতে খুন হলো ছেলে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৭০ জন নিহত, মৃতের সংখ্যা বাড়ার আশংকা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১২.৪৭ এএম
  • ৯০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য-পশ্চিম অঞ্চলের বেশ কিছু স্থানে শুক্রবার কয়েক দফা অমৌসুমি টর্নেডোর আঘাতে কয়েক ডজন মানুষ মারা গেছেন। সাধারণত বসন্তকালে দেখা যায়, এমন আবহাওয়ার ফলোশ্রুতিতে সৃষ্ট টর্নেডোর আঘাতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।শনিবার কেন্টাকি রাজ্যের গভর্নর বলেছেন ধারণা করা হচ্ছে অন্তত ৭০ থেকে ১০০ জন মারা গেছেন।কেন্টাকির মেফিল্ডে একটি মোম কারখানা ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়েছে। কারখানার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির বলেছেন কারখানার ধ্বংসস্তূপে আরও কাউকে জীবিত পাওয়া গেলে তা হবে ‘অলৌকিক ঘটনা’।শহরের অগ্নি নির্বাপক বিভাগের প্রধান এবং ইএমএস পরিচালক জেরেমি ক্রিসন বলেন, “জীবিতদের উদ্ধার করতে গিয়ে মাঝে মধ্যে আমাদেরকে হতাহতদের ওপর দিয়ে হামাগুড়ি দিতে হয়েছে”।সংবাদ সম্মেলনে বেশির বলেন, “রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়”।ইলিনয় রাজ্যের গভর্নর জে বি প্রিটজকার শনিবার বলেছেন শুক্রবার মধ্যরাতে অ্যামাজনের একটি ওয়্যারহাউজের শিফট চেঞ্জ হওয়ার মাঝখানে টর্নেডো আঘাত হানলে ভবনটি ধ্বসে পড়ে ছয়জন প্রাণ হারান। শিফট চেঞ্জ হওয়ার কারণে কর্তৃপক্ষ এখনও নিশ্চিতভাবে জানে না আরও কেউ গণনার বাইরে আছে কি না।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আঘাত করা আরকানস, ইলিনয়, কেন্টাকি, মিসৌরি এবং টেনেসি এই পাঁচটি রাজ্যের গভর্নরের সঙ্গে কথা বলেছেন। ফেডারেল তহবিল জরুরীভাবে ব্যবহার করার জন্যে কেন্টাকি রাজ্যকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।শনিবার রাত পর্যন্ত পাঁচটি রাজ্যে ৩৬ জন মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কেন্টাকিতে ২২ জন, ইলিনয়তে অ্যামাজন ওয়ারহাউজে ছয়জন, টেনেসিতে চারজন, আরকানসয় দুইজন এবং মিসৌরিতে দুইজন।(প্রতিবেদনটির কিছু অংশ এপি, রয়টার্স ও এএফপি থেকে নেয়া)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com