বিএনপির ভেতরে ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক।
মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাঙন হোক আওয়ামী লীগ তা চায় না। কিন্তু তারাই দল ভাঙ্গনের জন্য দায়ী।
বিএনপির দলীয় নেতাদের মধ্যে কারো সাথে কারো মিল নেই এবং একে অপরকে সরকারের চর মনে করে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও নানা কথা বলা হয়।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিমোট কন্ট্রোল নেতা। জনগণ তাকে চায় না।
বিএনপির নেতারা সবকিছুতেই আওয়ামী লীগের দোষ খোঁজে উল্লেখ করে কাদের বলেন, বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী লীগকে দোষ দেয়। অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তের দাগ লেগে আছে। তারা আবার ক্ষমতায় এলে দেশে রক্তের স্রোত বইয়ে দেবে।
শ্রমিক দিবসের সমাবেশে যোগ দিতে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকে। তপ্ত বিকেলেও নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
এ সময় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ালে ক্ষতি হয় দলের।
-একাত্তর
Leave a Reply