আসল নাম মাসুদ রানা। তবে এই নামে কেউই তাঁকে চেনেন না। তাঁকে সবাই চেনেন শাকিব খান হিসাবে। ১৯৯৯ সালে অভিনয় শুরুর পরে এখন তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ‘কিং খান’ ও ‘ঢালিউড কিং’ হিসাবেও ডাকা হয় তাঁকে। কিন্তু এখন অভিনয়ের পাশাপাশি অন্য কারণে ও আলোচনায় শাকিব।
কারণ, এবার তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন তিনি। তিনি বিয়ে করেছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। দুবারই গোপনে তাঁদের বিয়ে করেন তিনি। সন্তান জন্মের পরেই সেই বিয়ের কথা সবাই জানতে পারেন। এবার পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে চলেছেন তিনি বলেও সূত্রের খবর।
২০০৮ সালে ১৮ এপ্রিল চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। কিন্তু বিয়ের বিষয়টি গোপন রাখা হয়। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের করার কথা অপু বিশ্বাস জানান। বিয়ের পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয় আব্রাম খান জয়। ২০১৮ সালেই বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের।
অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সেই বিয়ের কথাও গোপন রাখেন শাকিব। পুত্র শেহজাদ খান বীরের জন্মের প্রায় আড়াই বছর পরে সেই বিয়ের কথা প্রকাশ্যে আসেন বুবলী। তাতেই বুবলী সঙ্গে শাকিবের সম্পর্ক অবনতি থাকে। শাকিব জানিয়ে দেন, অপুর মতই বুবলীও তাঁর জীবনে অতীত। কিন্তু ইদের আগে একটি বেসরকারি অনুষ্ঠানে বুবলী দাবি করেন, এখনও তিনি আইনগতভাবে শাকিবের স্ত্রী।
তৃতীয় বিয়ের প্রস্তুতি
সূত্রের খবর, চলতি বছরেই তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন শাকিব। সেই পাত্রী একজন চিকিৎসক। শাকিবের মত নেওয়ার পরেই তাঁর বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করেছেন পরিবারের লোকজন। তবে এটা শোনার পরে এখনই এই নিয়ে কিছু বলতে চাননি অপু। তবে, বুবলীকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অন্যদিকে বুবলী জানিয়েছেন, তিনি শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও মিথ্যাচার করেননি। এদিকে তৃতীয় বিয়েতে বসার আগে অপু এবং বুবলী দুজনকেই শাকিবের বাড়িতে যেতে নিষেধ করাও হয়েছে
গত কয়েক বছরে একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছেন শাকিব। এখন তাঁর সিনেমা মানেই দেশের হল হাউসফুল। চলতি বছর তাঁর অভিনীত রাজকুমার এবং গত বছর প্রিয়তমা সিনেমার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। কর্মজীবনে চারটি জাতীয় পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন তিনি। পাসওয়ার্ড, ‘লিডারঃ আমিই বাংলাদেশ’ সিনেমাতেও তাঁর অভিনয়ের প্রশংসা করেন সবাই। ওপার বাংলার মতই এপার বাংলার একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
Leave a Reply