হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, পণবন্দিদের মুক্তি নিয়ে কোনও চুক্তি হোক না কেন কোনও পরোয়া নেই। দক্ষিণ গাজার রাফায় ঢুকে অভিযান শুরু করবেই ইজরায়েলি ফৌজ। জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের সিদ্ধান্তেই অনড় থাকবেন তিনি। প্যালেস্তিনীয়দের ‘শেষ আশ্রয়’রাফায় ঢুকে আক্রমণ শানানো নিয়ে তেল আভিভকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রসংঘ। কিন্তু কোনও কিছুতেই কর্ণপাত করছে না ইজরায়েল।
যে কোনও মুহূর্তে প্যালেস্তিনীয়দের ‘শেষ আশ্রয়’ রাফায় (Rafah) ঢুকে পড়বে ইজরায়েলি ফৌজ। হামাস জঙ্গিদের সমূলে বিনাশ করতে পুরোদমে হামলা শুরু করবেন জওয়ানরা। যার পরিণতি হবে ভয়ংকর। এখন রাফার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার প্রহর গুনছে মানবাধিকার সংস্থাগুলো। মিশর সীমান্তবর্তী এই শহরের নিরীহ মানুষদের কথা ভেবে হামলা চালানো থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে আমেরিকা। এই আবহে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন নেতানিয়াহু।
মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ‘সাফল্য অর্জন করার আগে যুদ্ধ থামানোর কথা ভাবার কোনও মানে হয় না। এর কোনও প্রশ্নই উঠছে না। আমরা রাফায় ঢুকবোই। ওই শহরের হামাস ব্যাটালিয়নকে আমরা খতম করব। কোনও চুক্তি হোক আর না হোক। এই জয় আমরা অর্জন করবই।’ এই মুহূর্তে রাফায় প্রায় ১৫ লক্ষ প্যালেস্তিনীয়র বাস রয়েছে। যার মধ্যে অধিকাংশই শরণার্থী। ফলে পুরোদমে এই শহরে অভিযান শুরু করা নিয়ে আমেরিকা, মিশর-সহ একাধিক দেশের চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু।
Leave a Reply