স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে একটি নৌকা ডুবে অন্তত ৫০ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে শরণার্থীদের নিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল। ক্যানারি দ্বীপপুঞ্জের ৬০ মাইল দক্ষিণে নৌকাটি ডুবে যায়। সোমবার স্পেনের সমুদ্র নিরাপত্তা সংস্থা সালভামেন্টো মারিটিমো ঘটনাস্থল থেকে নয় জনকে উদ্ধার করে।
ডুবে যাওয়া নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। ঘটনার নয় দিন আগে সেনেগালের এমবৌর শহর থেকে তাদের যাত্রা শুরু হয়। এর আগে ২০২০ সালের অক্টোবরে এমবৌর শহর থেকে ছেড়ে আসা একটি নৌকা সেনেগাল উপকূলে ডুবে গেলে ১৪০ জনের মৃত্যু হয়।
Leave a Reply