মুহম্মদ আবুল বাশার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জের রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কোমলমতি ছাত্র/ছাত্রীদের পরীক্ষায় অংশ গ্রহনে অনেক আগ্রহ উদ্দিপনা।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ প্রত্যেকটি পরীক্ষার রুমে গিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে খোজ খবর নেন। যাতে ছাত্র/ছাত্রীরা সুন্দরমত পরীক্ষা দিতে পারে। তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীরা যেন বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করে ভালো ভাবে পরীক্ষা দেয়।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিদ্যালয়ের সুনাম অর্জন করে। দেশ ও জাতির উন্নতির জন্য কাজ করতে পারে সে ব্যপারে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের উৎসাহ দেন। এ সময় পরীক্ষার রুমে বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদ আহম্মেদ (বি.এ.সি) কে দায়িত্ব পালন করতে দেখা যায়।
উল্লেখ্য যে প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক হেলাল উদ্দিন পরীক্ষার ব্যাপারে সার্বিক সহযোগীতা করে আসছে। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। এ ব্যপারে দশম শ্রেণীর বিজ্ঞান শাখার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া প্রতিনিধিকে বলেন পরীক্ষা সহজ ও সুন্দর হয়েছে। ভবিষ্যতে সে ডিফেন্সের চাকুরী অথবা শিক্ষকতা পেশায় চাকুরি করতে আগ্রহী।
Leave a Reply