শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ওয়াশিংটনের বড় সিদ্ধান্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩২ জন সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে প্রকৌশল অধিকার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা চট্টগ্রামে কর্ণফুলি টানেল নির্মাণ বহির্ভূত খাত দেখিয়ে প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করেছে :ইসি মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন খুন গুম হামলা মামলার ভয়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি ’ শহীদ উদদীন চৌধুরী এ্যানী 

রেলপথ মন্ত্রণালয়ের লোকোমোটিভ ক্রয়ে তদন্ত কমিটি গঠন 

  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬.০৫ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

 

 বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের জন্য প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক) করা হয়েছে সদস্য সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। এছাড়া কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত ক্রয় কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে। এই স্পেসিফিকেশন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক আলোচনা চলছে। যা রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে একটি উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত খসড়া স্পেসিফিকেশন পর্যাপ্ত যাচাই-বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটি স্পেসিফিকেশনে উল্লিখিত লোকোমোটিভ ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানী দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নিয়ে প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইপূর্বক আগামী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

– বাংলাদেশ সংবাদ সংস্থা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com