শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ওয়াশিংটনের বড় সিদ্ধান্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩২ জন সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে প্রকৌশল অধিকার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা চট্টগ্রামে কর্ণফুলি টানেল নির্মাণ বহির্ভূত খাত দেখিয়ে প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করেছে :ইসি মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন খুন গুম হামলা মামলার ভয়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি ’ শহীদ উদদীন চৌধুরী এ্যানী 

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ১১ সেপ্টেম্বর

  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫.২৭ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

এ উপলক্ষে আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আগামী ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com