শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন আটক কুকি-চিনের ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সয়াবিনের খোলা তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাত তেলের দাম দেশে স্বর্ণের দাম বাড়লো ২৫ এপ্রিল থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা এপ্রিল জুড়েই তাপমাত্রার আধিক্য থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিএনপির নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের এমপি খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে মিজানুর রহমান মিলু ভাঙ্গা খাঁ ইউনিয়নবাসীর সেবক হতে চান পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব পালিত

মিডিয়াতে ব্যস্ত ইমরান হাসো

  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১.২৫ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ইমরান হাসো এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় একজন অভিনয় শিল্পী। সিনেমার পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করেন। ২০১৬ -২০১৭ সালের পর নিয়মিত নাটক করে যাচ্ছেন। তারপর থেকে এখন পর্যন্ত নাটকে অভিনয় করছেন। তার ১০০ নাটকে অভিনয় করা পূর্ণ হয়েছে। তার অভিনীত ১০০তম নাটকটি সম্প্রতি নির্মিত হয়েছে। মিলন চিশতি পরিচালিত নাটকটির নাম আদর্শ প্রেমিক। নাটকে অভিনয়ের সেঞ্চুরি করার বিষয়টি ইমরান হাসো তার নিজস্ব ফেসবুক এক্যাউন্টে জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ দুই বছরে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চেষ্টায় ১০০ তম নাটকে অভিনয় করার সৌভাগ্য হলো আমার। ২০১৭,২০১৮ তে একটা দুইটা নাটকে কাজ করলেও ২০১৯ শেষের দিক থেকে টানা কাজ শুরু করি এবং ২০২০ সালে “করোনার” জন্য দীর্ঘদিন আমাদের শ্যুটিং বন্ধ ছিল। এর ফলে গড় টানা দুই বছরে আমার অভিনীত নাটকের সংখ্যা ১০০ হয়ে গেল। ১০০ টি নাটকে অভিনয় করতে পেরে সত্যি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এই ১০০ টি নাটকের পিছনে যে কত পরিশ্রম! কত কষ্ট! আবার কতটা আনন্দের! সেটা বলে বুঝাতে পারবো না। প্রতিটি নাটকই আমার কাছে সন্তানের মতো। নিজের দায়িত্ব আরো বেড়ে গেল। সবাই দোয়া করবেন আমার জন্য। প্রথমে লাখো শুকরিয়া আদায় করছি আমার মহান রাব্বুল আলামিনের দরবারে, আমার মা-বাবার দোয়া, পরিবারের দোয়া এবং সাপোর্ট, আমার সন্মানিত পরিচালক স্যারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে আমাদের সন্মানিত প্রযোজক ভাইয়াদের ভালোবাসা, আমাদের সন্মানিত নাট্যকার ভাইয়াদের ভালোবাসা, আমার প্রিয় সাংবাদিক ভাইদের বিভিন্ন সাপোর্ট, সহকারী পরিচালকদের ভালোবাসা, চিত্রগ্রাহকদের ভালোবাসা, মেক-আপ ইউনিট থেকে শুরু করে প্রোডাকশনের ভাইদের ভালোবাসায় এবং সকল কলাকুশলীদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সেই সাথে আমার সন্মানিত স্যার/ম্যাম, আমার থিয়েটারের সকল সদস্যদের প্রতি, আমার বন্ধুদের, ভাই -ব্রাদারস, আত্নীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষীদের সবার ভালোবাসায় আমি মুগ্ধ। তার অভিনীত ১০০ নাটকগুলো হচ্ছে- ১/ ‘‘বকুলপুর’’ কায়সার আহমেদ, ২/ ‘‘চাঁন বিরিয়ানি’’ কায়সার আহমেদ, ৩/ ‘‘গোলমাল’’ কায়সার আহমেদ ও আল হাজেন, ৪/ ‘‘জলকুমারী’’ নিয়াজ মাহবুব, ৫/ ‘‘কঙ্কাল’’ নিয়াজ মাহবুব, ৬/ ‘‘আদম’’ শিখর শাহনিয়াত, ৭/ ‘‘মদনকুমার’’ জুয়েল হাসান, ৮/ ‘‘পুলিশের বড় ভাই’’ জুয়েল হাসান, ৯/ ‘‘তামিল হিরো’’ জুয়েল হাসান, ১০/ ‘‘মিস্টার চোর’’ জুয়েল হাসান, ১১/ ‘‘লতিফ ভাইরাস’’ জুয়েল হাসান, ১২/ ‘‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’’ শামস করিম, ১৩/ ‘‘খামারি’’ হিমো হাফিজ, ১৪/ ‘‘আগুন পাখি’’ পারভেজ আমিন, ১৫/ ‘‘পিরিতপুর’’ ইফতেখার ইফতি, ১৬/ ‘‘রসের হাঁড়ি’’ আকাশ রঞ্জন, ১৭/ ‘‘স্বপ্ন আড্ডা’’ সাজ্জ্বাদ হোসেন দোদুল, ১৮/ ‘‘বোকা জামাই’’ এস এম শাহীন, ১৯/ ‘‘মেন্টাল লাভার’’ বর্ণ নাথ, ২০/ ‘‘আয়না মতির সংসার’’ এস এম শাহীন, ২১/ ভিলেজ হট্রগোল–ইমরান হাওলাদার, ২২/ ‘‘তুমি আমার জানেমান’’ ইমরান হাওলাদার, ২৩/ ‘‘কাইল্যা মানিক’’ আশরাফী মিঠু, ২৪/ ‘‘পন্ডিতগিরি’’ আশরাফী মিঠু, ২৫/ ‘‘কিডন্যাপ’’ ইফতেখার ইফতি, ২৬/ ‘‘নগরবালা’’ আদিত্য জনি, ২৭/ ‘‘জুয়াড়ির প্রেম’’ আদিত্য জনি, ২৮/ ‘‘গুপ্তধন’’ হিমো হাফিজ, ২৯/ ‘‘জোছনা’’ গোলাম ফরিদা ছন্দা, ৩০/ ‘‘তোমাকে দিয়ে কিছু হবে না’’ শাহরিয়ার রহমান, ৩১/ ‘‘পর্দার আড়ালে’’ শামীমুল ইসলাম শামীম, ৩২/ ‘‘যাদুর বাক্স’’ সাফি উদ্দীন সাফি, ৩৩/ ‘‘প্রেম’’ মিজানুর রহমান মিজান, ৩৪/ ‘‘স্বদেশ প্রেম’’ রাজ কামাল/ ৩৫/ ‘‘এলোমেলো’’ মিজান রাজ, ৩৬/ ‘‘তিথীর সারাজীবন’’ সিমান্ত সজল, ৩৭/ ‘‘রসের হাঁড়ি’’ আকাশ রঞ্জন, ৩৮/ ‘‘গল্পের ফেরিয়ালা’’ তানভির হোসেন প্রবাল, ৩৯/ ‘‘এনালগ লাইফ’’ তানভির হোসেন প্রবাল, ৪০/ ‘‘তমসা ঘোর রাত্রি’’ জাহারাবী রিপন, ৪১/ ‘‘মধুপুর’’ এস এম শাহীন, ৪২/ ‘‘ডেলিভারি বয়’’ মেহেদী হাসান মুকুল, ৪৩/ ‘‘ঠগ’’ সকাল আহমেদ, ৪৪/ ‘‘অস্হির মুড়ি ভর্তা’’ অপূর্ব আমিন, ৪৫/ ‘‘মিয়া বিবি রাজী’’ জাকারিয়া সৌখিন, ৪৬/ ‘‘ব্যাড লাক’’ হাসিব হোসাইন রাখি, ৪৭/ ‘‘চাঁপাবাজ’’ হাসান জাহাঙ্গীর, ৪৮/ ‘‘মেস ম্যানেজার’’ চঞ্চল শেখ, ৪৯/ ‘‘মুদ্রা গ্রাম’’ হেলাল উদ্দীন ফারহান, ৫০/ ‘‘ডিসম্যান’’ মাঈনুল হাসান খোকন, ৫১/ ‘‘জোকার’’ মাঈনুল হাসান খোকন, ৫২/ ‘‘সেকেন্ড ম্যারেজ’’ মাঈনুল হাসান খোকন, ৫৩/ ‘‘ভবঘুড়ে’’ মাঈনুল হাসান খোকন, ৫৪/ ‘‘বাউন্ডুলে’’ শ্রাবণ শাহ, ৫৫/ ‘‘গুড়েবালি’’ আশফাক সাজু, ৫৬/ ‘‘লোভী জামাই’’ রোহান মাহমুদ, ৫৭/ ‘‘ওমান হেদায়েত’’ রোহান মাহমুদ, ৫৮/ ‘‘আবেগী ভালোবাসা’’ রোহান মাহমুদ, ৫৯/ ‘‘গোপন বউ’’ কামরুজ্জান পুতুল, ৬০/ ‘‘সে আমার মন কেঁড়েছে’’ তন্ময় খান, ৬১/ ‘‘আলো আঁধার’’ সঞ্জীব দাস, ৬২/ ‘‘চিল্লু ভাই’’ ইমরান হাওলাদার, ৬৩/ ‘‘অসাম অসমান’’ আদিত্য জনি, ৬৪/ ‘‘রিভেঞ্জ’’ আবুল হোসেন মাহমুদ, ৬৫/ ‘‘মেধাবী চোর’’ জুয়েল হাসান, ৬৬/ ‘‘ভয়ংকর চান্দু’’ মাঈনুল হাসান খোকন, ৬৭/ ‘‘টেস্টি ট্যুর’’ রাশেদ মামুন অপু, ৬৮/ ‘‘আবির ভাইয়য়ের মাথা গরম’’ জুয়েল হাসান, ৬৯/ ‘‘অভিশাপ’’ সঞ্জয় সম্মাদার, ৭০/ ‘‘স্বামী আসামি’’ মাঈনুল হাসান খোকন, ৭১/ ‘‘দিনেদুপুরে ডাকাতি’’ আদিত্য জনি, ৭২/ ‘‘হাওয়াই মিঠাই’’ নঈম ইমতিয়াজ নেয়ামুল, ৭৩/ ‘‘সমস্যা কি’’ মহিদুল রাকিব, ৭৪/ ‘‘রোড টু মিডিয়া’’ জিয়াউর রহমান জিয়া, ৭৫/ ‘‘হোয়াট ইজ লাইফ’’ বর্ন নাথ, ৭৬/ ‘‘রংবাজ’’ মাঈুনল হাসান খোকন/ ৭৭‘‘প্রবাসী গ্রাম’’ জয় সরকার. ৭৮/ ‘‘প্রিয়জন’’ শামীম জামান, ৭৯/ ‘’ঘাপলা’’ মাঈুনল হাসান খোকন, ৮০/ ‘‘লুডু মাস্টার’’ মাঈুনল হাসান খোকন, ৮১/ ‘‘মেম্বার’’ জুয়েল হাসান, ৮২/ ‘‘সবাই যদি এমন হতো’’ স্বপন বিশ্বাস, ৮৩/ ‘‘যাদুনগর’’ কায়সার আহমেদ, ৮৪/ ‘‘শোধবোধ’’ ইমরান হাওলাদার, ৮৫/ ‘‘শেষ বিকেল’’ তাজু কামুরল, ৮৬/ ‘‘হালকা গান হালকা নাচ’’ মইন খান, ৮৭/ ‘‘ডেলিভারি ম্যান’’ এ বাবুল, ৮৮/ ‘‘বিবাহ ভ্যাজাল’’ জুয়েল হাসান, ৮৯/ ‘‘হালখাতা’’ আজিজুর রহমান আকাশ, ৯০/ ‘‘ভেতরের মানুষ’’ সামীর উদ্দীন, ৯১/ ‘‘আমার কি বিয়ে হবে না’’ কামুরল হাসান ফুয়াদ, ৯২/ ‘‘অন্য আকাশ’’ আসাদুজ্জামান আসাদ, ৯৩/ ‘‘কাল্লু মামা হিরো’’ জুয়েল শরীফ, ৯৪/ ‘‘নাটাই ঘুড়ি’’ এমদাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com