সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

মায়ের পাশেই শায়িত হলেন দেশ বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১.২৮ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি: দেশ বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর গলগন্ডা কাজী বাড়ি পূরাতন জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে গলগন্ডা কবর স্থানে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা নামাজের পূর্বে মরহুমের ছোট ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ও নাট্য ব্যক্তিত্ব ম হামিদ ভাইদ্বয় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে তাদের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন।

জানাজ নামাজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক, মসিক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ মো.বিল্লাল হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এরপর মরহুমের লাশ গলগন্ডা কবর স্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর করোনা পরবর্তী জটিলতায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বরেণ্য অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com