রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

মেহেরপুরে গনহত্যার স্মৃতিতে পরিবেশ থিয়েটারের “বোধন মঞ্চায়”

  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ১২.৪৫ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ৬৪ জেলার ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা বধ্যভূমিতে গত ২২ অক্টোবর শুক্রবার রাতে গনহত্যার পরিবেশ থিয়েটার বোধন মঞ্চায়ন করা হয়েছে। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে জুমের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নাটকের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,জেলা ও দায়রাজজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, বিজিবি-৬ এর পরিচালক লে,কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম। মেহেরপুর সরকারি কলেজ মাঠে বোধন নাটকটি পরিবেশিত হয় অভিনয়ে ছিলেন, শাশ্বত নিপ্পন, মহিদুল ইসলাম মুহিত, বিলকিস, তারেক ইসলাম, অপূর্ব চক্রবর্তী, এ মে প্রু মারমা, বাদশা খান, মাসুদুর রহমান, তানজীমুল ইসলাম, আশাবুল হক, নজরুল ইসলাম, মামলত হোসেন, পরী, সোনালী, শ্রাবণী, সানজিদা, নওশীন, দৃষ্টি, রাব্বি, সেলিম, অনিক, হাবিবুল্লাহ, রাফিউদ্দিন, ইশিতা, জোবায়দা, জুয়েল রানা বিদ্যুৎ, আব্দুল আলিম, কিরণ, নিজাম, সোহেল, শান্ত, আসমা, নাফিউল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com