বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ তাইয়্যাব তুহিন, এক সময়ের মঞ্চ নাটকের এক পরিচিত নাম। স্বপ্নদলের সাথে থিয়েটার চর্চার হাতেখড়ি , এরপর প্রাচ্যনাট স্কুল অফ অ্যাকটিং থেকে অভিনয়ে বিশেষ দক্ষতা অর্জন করেন। জাপানিজ ধারার অভিনয় এবং মূকাভিনয়ে রয়েছে তার বিশেষ পারদর্শিতা। বাদল সরকারের ত্রিংশ শতাব্দী নাটকে মেজর ফেরেবি চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন এই গুণী অভিনেতা। তার অভিনিত মঞ্চ নাটকের মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, বাদল সরকারের ত্রিংশ শতাব্দী, হাসান আজিজুল হকের চন্দর কোথায় ইত্যাদি। এছাড়াও হাসান রেজাউলের পরিচালনায় সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নীল দংশনে তার অভিনয় ব্যাপক প্রসংশিত হয়। এক সময়ে থিয়েটার অঙ্গন দাপিয়ে বেড়ালেও বর্তমানে তিনি কর্পোরেট অঙ্গনের এক পরিচিত নাম। বিভিন্ন দেশী এবং বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মজীবনের ব্যাস্ততার কারণেই অভিনয় জগৎ থেকে দূরে সরে গেছেন তুহিন। তবে দীর্ঘ বিরতির পর অবশেষে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত পরিচালক মুরাদ পারভেজের নির্দেশনায় মাসুদুল হাসান শাওনের সংলাপ ও নাট্যরুপ, ডঃ মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে তৈরি দীর্ঘ ধারাবাহিক “স্মৃতির আল্পনায় আঁকি” নাটকে। এই ধারাবাহিকের প্রীতম চরিত্রে অভিনয় করছেন তিনি, যা বাংলাদেশের সাধারণ পরিবারের এক যুবকের জীবনধারা, প্রাপ্তি, অপ্রাপ্তি, প্রেম ও বিসর্জন ও জীবিকার গল্প। গ্রাম থেকে উজ্ঝল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শহরে আসা প্রীতমের চরিত্রটি কখনও গ্রামের এক সাধারণ ছেলে, কখনও উশৃঙ্খল প্রেমিক, আবার এক প্রতিশোধপরায়ণ বন্ধু, যে জীবনের নানা ঘাত প্রতিঘাতে একসময় মরণব্যাধি ক্যন্সারের সাথে যুদ্ধ করে পরাজিত হয়। প্রীতমের ব্যাক্তিগত লক্ষ্য, ভালবাসা, স্বপ্নভঙ্গ, ত্যাগ আর বিরহ নিয়ে তৈরি এ নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯:২০ মিনিটে এটিএন বাংলায়।
Leave a Reply