আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ নুসরাত পেশয় একজন নৃত্য শিল্পী, ও শিক্ষিকা,এবং উপস্থাপিকা অর্জন করেছে বাংলাদেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত। তিনি মোট ১১ বার স্বর্ণপদক লাভ করেছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় প্রথম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্লু ব্লেজার সম্মানে সম্মানিত হয়েছে। নুসরাত বিদেশে গিয়ে অর্জন করেছে কমিউনিটিতে বিশেষ ভূমিকা পালনে করেন। USA event entertainment কর্তৃক International Women’s Day Award Celebration 2022, এর জন্য মনোনীত হন ।
কার্যপরিধি: নুসরাত কানাডার টরন্টোতে উর্মি স্কুল অফ ডান্স প্রতিষ্টিত করে এ প্রজন্মের শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির পরিচয় ঘটানো এবং বাঙালি সংস্কৃতিকে বিদেশে প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি আমেরিকার একটি বাঙালি কমিউনিটির টিভি Channel 52 এর উপস্থাপিকা এবং প্রোগ্রাম নির্মাতা। এবং অন্টারিও, কানাডা স্কুল বোর্ডের কিন্ডারগার্টেনে Early Childhood Educator শিক্ষকতা করছেন। সেখানেও বাংলাদেশের সংস্কৃতিকে স্কুলের কারিকুলাম হিসেবে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বর্তমান কার্যক্রম নিজস্ব একটি নাচের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করে যাচ্ছেন।
অধিকাংশ নাচগুলো কলকাতার কোরিওগ্রাফার দীপঙ্কর দত্ত কোরিওগ্রাফিতে করা। কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী তনুশ্রী শংকর এর কাছে ক্রিয়েটিভ ডান্স তানিম নিচ্ছেন। ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বৈশাখী টেলিভিশন ও অনলাইন পত্রিকাগুলোতে সাক্ষাৎকার প্রকাশের অপেক্ষায়। নুসরাতের ভবিষ্যৎ স্বপ্ন তিনি বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাকে বিশ্বের দরবারে আরো সুপ্রতিষ্ঠিত করবেন ।
Leave a Reply