মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

বিশ্বব্যাপী প্রকাশ পেল সানিয়াত সাত্তারের দ্বিতীয় সিঙ্গেল “ইয়ু অ্যান্ড মি”

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.৫৪ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ২৯ আগস্ট ২০২১ বিশ্বব্যাপী প্রকাশ পেল সানিয়াত সাত্তারের দ্বিতীয় ইংরেজি ভাষার সিঙ্গেল “ইয়ু অ্যান্ড মি”। গানের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সানিয়াত নিজেই। ডুয়েট এই গানে সানিয়াতের সাথে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের স্বনামধন্য শিল্পী সারাহ বিল্লাহ। এর আগে সারাহ বিল্লাহ এর আরও কয়েকটি বাংলা গানের অ্যালবাম বেরিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল “মোমের আলো” ও “শুধু তোমাকে”। তবে “ইয়ু অ্যান্ড মি” সারাহ বিল্লাহ এর ইংরেজি ভাষায় গাওয়া প্রথম আন্তর্জাতিক ভাবে প্রকাশিত গান। এ প্রসঙ্গে সারাহ বিল্লাহ বলেন, “সানিয়াত আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু।

সে আমাকে এই গানের কণ্ঠ দেয়ার আমন্ত্রণ জানানোর পর একটু সঙ্কোচ ছিল, কারণ আমার ইংরেজি গান সেভাবে কখনও করা হয়ে ওঠেনি। কিন্তু বন্ধুর আমন্ত্রণে সাড়া না দিয়ে পারলাম না। আর সানিয়াত শুধু ভালো সুরকার আর শিল্পীই নন, সে একজন ভালো সঙ্গীত পরিচালকও। সব মিলে অসম্ভব সুন্দর একটা গান তৈরি হয়েছে।“ সানিয়াত সাত্তার তার অভিজ্ঞতা ব্যাক্ত করতে গিয়ে বলেন, “ “ইয়ু অ্যান্ড মি” গানের সুর আর ট্র্যাক অনেক আগেই তৈরি করা ছিল, কিন্তু গানের প্রয়োজনে আমি নারী কণ্ঠ খুঁজছিলাম।

ঘটনাচক্রে কানাডা প্রবাসী বন্ধু সারাহ এই সময়ে দেশে বেড়াতে এলে আমি তাকে আমার সাথে গাইতে বলি। আর তৈরি হয়ে গেলো “ইয়ু অ্যান্ড মি”। সারাহ অনেক গুণী শিল্পী আর নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছে। আশাকরি শ্রোতাদের গানটি ভালো লাগবে।“ উল্লেখ্য, সানিয়াত সাত্তারের গত জুলাই মাসে প্রকাশিত সিঙ্গেল “লাভ ব্লাইন্ডেড” বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলেছে। “লাভ ব্লাইন্ডেড” গানটির গীতিকার ছিলেন অনুরূপ আইচ। সুরকার ও সঙ্গীত পরিচালনায় ছিলেন সানিয়াত সাত্তার নিজেই।

ইলেক্ট্রোপপ ধারার “ইয়ু অ্যান্ড মি” গানটি প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার গান বক্স মিউজিক এর ব্যানারে। গানটি একযোগে আইটিউন্স, স্পটিফাই, অ্যামাজন মিউজিক সহ বিশ্বের ২৩০টিরও বেশি অনলাইন মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মে শোনা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com