বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার এক প্রজ্ঞাপনে ১২ আগস্ট জানানো হয়েছে, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকা- সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৯ আগস্ট থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। এই প্রেক্ষাপটে সিনেমা হলগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।
তিনি জানান, এদিন সকালে তথ্যমন্ত্রী বরাবর প্রদর্শক সমিতির একটি লিখিত আবেদনও জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, চলচ্চিত্র একটি শিল্প। বর্তমান সরকারই চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছে। কিন্তু যখন শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয় তখন গণজমায়েত হওয়ার সম্ভাবনার কথা বিবেচনায় রেখে স্থানীয় প্রশাসন সিনেমা হলগুলো বন্ধ রেখেছে। এজন্য নতুন ছবি মুক্তির পথ অবরুদ্ধ হয়ে আছে। নতুন ছবিও নির্মিত হচ্ছে না। এই পরিস্থিতিতে চলচ্চিত্রশিল্প বিপর্যয়ের মুখে পড়েছে।
সিনেমা হলকে বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচনা না করে শিল্প হিসেবে বিবেচনার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারিতে সিনেমা হল বন্ধ থাকায় প্রায় ৩০টির মতো বড় বাজেটের ছবি সেন্সর সনদপত্র হাতে নিয়ে বসে আছে। এসব ছবিতে নির্মাতাদের প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার বিনিয়োগ আটকে পড়েছে। লগ্নীর অভাবে বাণিজ্যিক ছবির ধারা অনেকটাই এখন স্তিমিত । এখন সংশ্লিষ্ট ছবির নির্মাতারা ছবি মুক্তির জন্য উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন সুদীপ্ত কুমার দাস।
Leave a Reply